
টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, হোয়ামিকা গব্বিকে নাকি সঞ্জয় লীলা ভন্সালী কাস্ট করেছেন তাঁর ড্রিম প্রজেক্ট 'হীরা মাণ্ডি'তে।

সেখানে হোয়ামিকার চরিত্রটি নাকি বেশ গুরুত্বপূর্ণ।

ছবিতে প্রচুর নাচের দৃশ্য আছে। শোনা যাচ্ছে, হোয়ামিকাকেও নাচতে হতে পারে সেখানে।

সম্প্রতি 'গ্রহণ' ওয়েব সিরিজে হোয়ামিকার পারফরম্যান্স প্রশংসা পেয়েছে। তাঁকে নিয়ে আলোচনাও হচ্ছে। তাঁকে কাস্ট করার কথা ভাবছেন প্রথম সারির পরিচালকরা।

সেদিক থেকে দেখতে গেলে সঞ্জয় লীলা ভন্সালীর 'হীরা মাণ্ডি'তে সুযোগ পেলে ভাগ্য খুলে যাবে হোয়ামিকার।

এর আগে পাঞ্জাবী, হিন্দি, মালায়ালাম, তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন হোয়ামিকা।

শাহিদ কাপুর-করিনা কাপুর অভিনীত কাল্ট ছবি 'জব উই মেট'-এ প্রথম অভিনয় করার সুযোগ পান হোয়ামিকা। গীত ও রূপের বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।