
দূষণ, ঘাম ও তেল-ময়লার কারণে চুল চিটচিটে হয়ে ওঠে। এর সঙ্গে চুল পড়া, খুশকির সমস্যা কিছুতেই পিছু ছাড়ে না। এই অবস্থায় আপনাকে সাহায্য করতে পারে এক চামচ চিনি। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। চিনি ব্যবহার করলে চুলের অনেক সমস্যাই দূর হতে পারে।

চুলের স্বাস্থ্য ভাল রাখতে নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। আর চুল ভাল রাখতে গেলে সপ্তাহে অন্তত ২-৩ বার শ্যাম্পু করা জরুরি। আর দ্বিগুণ ফল পেলে আপনি এই শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে নিতে পারেন।

অনেক সময় শ্যাম্পু করার পরও রুক্ষ ও শুষ্ক দেখায়। আসলে নানা কারণে চুল তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। শ্যাম্পুর সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে মাখতে থাকুন। দেখবেন ধীরে ধীরে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পেয়েছে।

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে চুলের হারানো আর্দ্রতা ফিরে আসবে দ্রুত। কারও কারও ক্ষেত্রে শ্যাম্পু করার পর চুল খুব শুষ্ক দেখায়। অনেক সময় এটি ঘটে আর্দ্রতার কারণে। এই ক্ষেত্রে চিনি ব্যবহার করে দেখুন।

মজবুত ঘন চুল কার না ভাল লাগে বলুন তো! কিন্তু স্বপ্ন তো সবার পূরণ হয় না। বেশির ভাগ মানুষই এখন চুল ঝরে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এই ক্ষেত্রে শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে উপকার পাবেন। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয়।

খুশকির সমস্যা দূর করতে অনেক নামী-দামি প্রসাধনী পণ্য ব্যবহার করেছেন, কিন্তু তাতে কোনও ফল মেলে নিন। এবার এই টোটকাই কাজে লাগাতে পারেন। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্যাল্পে ভাল করে ম্যাসাজ করুন। নিয়মিত এভাবে শ্যাম্পু করলে আস্তে আস্তে ত্বকের মৃত কোষগুলি দূর হয়ে যাবে এবং আপনি খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।