
রাতের অন্ধকারে আলো ঝলমলে রাম মন্দির প্রাঙ্গনের ছবি শেয়ার করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

রামায়ণে জটায়ু পাখির ভূমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাম মন্দির চত্বরে কুবের দুর্গে স্থাপন করা হয়েছে এই জটায়ুর মূর্তিটি

মন্দিরটি স্তম্ভ ও দেওয়ালগুলি অলঙ্কৃত করেছে বিভিন্ন দেব-দেবতা ও নর-বানরের খোদাই করা মূর্তি

রাতের আলোয় গর্ভগৃহের ছবি, রাম মন্দিরের সৌন্দর্যকে তুলে ধরেছে

আলোকসজ্জায় সেজে উঠছে পুরো রাম মন্দির প্রাঙ্গণ, আলো-আঁধারিতে ধরা পড়েছে মন্দির গাত্রের খোদাইকার্য

রাম মন্দির প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে এই অপূর্ব গজমূর্তিটিও

এছাড়া রয়েছে সিংহ মূর্তি, এই মূর্তিগুলি রাজস্থানের গোলাপি বেলে পাথরে তৈরি

রাম মবন্দির প্রাঙ্গনে দেখা যাবে পৌরাণিক পাখি গড়ুরকেও, যাকে বলা হয় বিষ্ণুর বাহন

রাম মন্দির হবে, আর সেখানে হনুমানের মূর্তি থাকবে না, তা কি হয়? ছবিতে আলো-আঁধারিতে দেখা যাচ্ছে সবথেকে বড় রাম-ভক্তকে