Bangla NewsPhoto gallery Watch the stunning bicycle kick goal from amputee striker Marcin Oleksy that beat Richarlison and Payet to FIFA’s Best Puskas award
Marcin Oleksy: এক পা নেই, তাতেই বাইসাইকেল কিকে গোল! রিচার্লিসনকে টপকে পুসকাস পুরস্কার ছিনিয়ে নিলেন এই তারকা
Puskas Award: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিরুদ্ধে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন (Richarlison)। ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোল নির্বাচিত হয়েছিল রিচার্লিসনের ওই গোলটি। তবে তা সত্ত্বেও পুসকাস অ্যাওয়ার্ড পাননি রিচার্লিসন। এ বার এই পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের মার্সিন ওলেক্সি (Marcin Oleksy)। চেনেন তাঁকে?