অফিসে কাজের মাঝে খুব ঘুম পায়? মানুন এই ৮টি ঘুম তাড়ানোর পন্থা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 10, 2021 | 1:15 AM

অফিসে এসে কাজে বসতেই কি দু-চোখের পাতা এক হয়ে যায়? এমনটা হলে কিন্তু খুব মুশকিলে পড়বেন। তবে ৮টি উপায় মানলে ঘুম যেতে পারে উড়ে।

1 / 8
কাজে বসার আগে হেঁটে আসুন।

কাজে বসার আগে হেঁটে আসুন।

2 / 8
কাজ করার আগে একটু ঘুমিয়ে নিন।

কাজ করার আগে একটু ঘুমিয়ে নিন।

3 / 8
কাজের মাঝে ব্রেক নিন।

কাজের মাঝে ব্রেক নিন।

4 / 8
গান শুনতে পারেন কিছুক্ষণের জন্য।

গান শুনতে পারেন কিছুক্ষণের জন্য।

5 / 8
হাতের কাছে খাবার রাখুন।

হাতের কাছে খাবার রাখুন।

6 / 8
কাজের মাঝে জল পান করুন।

কাজের মাঝে জল পান করুন।

7 / 8
কাজ করার জায়গা ব্রাইট করে তুলুন, সাজিয়ে রাখুন সুন্দর করে।

কাজ করার জায়গা ব্রাইট করে তুলুন, সাজিয়ে রাখুন সুন্দর করে।

8 / 8
কাজ শুরু হওয়ার খানিক পরে কফি জাতীয় পানীয় খান একবার।

কাজ শুরু হওয়ার খানিক পরে কফি জাতীয় পানীয় খান একবার।

Next Photo Gallery