Skin Care: এবার থেকে ব্যবহার করুন টক দইয়ের ফেসপ্যাক! সুন্দর ত্বক পেতে এই একটি মাত্র উপাদানই যথেষ্ট
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 14, 2022 | 7:37 PM
টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে যে ভাল, এ কথা নিশ্চয়ই জানেন। তবে টক দই যে রূপচর্চাতেও কাজে লাগে সে কথা হয়তো অনেকেই জানেন না। বিশেষ করে বিউটিশিয়ানরা বলেন, চুল এবং ত্বকের যত্নে দই-এর ব্যবহার খুবই উপকারী। কীভাবে ত্বকের যত্নে এই টক দইকে কাজে লাগাবেন, দেখে নিন
1 / 6
ডার্ক সার্কেল থেকে পরিত্রাণ পেতে, আপনি হলুদ এবং দইয়ের দিয়ে একটি মাস্ক তৈরি করতে পারেন। এই মাস্ক তৈরি করতে এক চিমটি হলুদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চোখের নীচে লাগান। ৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ব্যবহার করলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে।
2 / 6
এক চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে এক চামচ টক দই, এক চামচ বেসন এবং এক চামচ মধু মিশিয়ে নিয়ে মুখের ফেসপ্যাক হিসেবে সপ্তাহে অন্তত ৩ দিন লাগাতে পারেন, দেখবেন ত্বক সুন্দর ও মসৃন হয়ে গেছে।
3 / 6
একটি ডিম ভেঙে হলুদ অংশটা আলাদা করে একটি পাত্রে রাখুন। এবার সাদা অংশটা ভাল করে ফেটিয়ে নিন। এতে এক টেবিল চামচ তাজা দই যোগ করুন। উপাদানগুলি এক সঙ্গে মিশ্রিত করুন। এই মিশ্রণের একটি সমান স্তর সারা মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। শুকনো হয়ে গেলে এটি জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাবও দূর হয়ে যাবে।
4 / 6
ত্বকের ট্যান তুলতে দই খুবই উপকারী। বিশেষ করে গরমকালে রোদের তেজে মুখ-গলা-হাত-পা-ঘাড়ের অংশে ট্যান পড়ে যায়। সেই ট্যান তুলতে সাহায্য করে টক দই। এক চামচ বেসনের সঙ্গে পরিমাণ মত টক দই ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। কিছুদিনের মধ্যেই উজ্জ্বলতা ফিরে পাবেন।
5 / 6
শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে এক চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। কিছুক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাজ হবে।
6 / 6
টক দই দিয়ে আপনি স্ক্রাবও করতে পারেন। এর জন্য এক চামচ ওটসমিলের সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে দিন। এঈ মিশ্রণটি দিয়ে ত্বকের ওপর স্ক্রাব করুন। এরপর এটি ১৫ মিনিট ত্বকের ওপর রেখে দিন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।