যদি আপনার শুষ্ক ত্বক হয় তাহলে ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য লাল চন্দনের গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে ত্বক কোমল হয়ে উঠবে।
যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে লাল চন্দনের গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন এবং ত্বকের ওপর সেটা লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
যদি আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকে তাহলে লাল চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে মাখুন। এতে ব্রণর সমস্যা নিমেষে দূর হয়ে যাবে।
দইয়ের সঙ্গে লাল চন্দনের গুঁড়ো মিশিয়েও ত্বকের ওপর ব্যবহার করতে পারেন। এতে সান-ট্যানের সমস্যা দূর হয়ে যাবে।
পাকা পেঁপেকে ম্যাশ করে তাতে এক চামচ লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকে স্ক্রাব করুন। এতে ত্বকের ওপর থাকা মৃত কোষ দূর হয়ে যাবে।
২ চামচ লাল চন্দনের গুঁড়োর সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে মাখুন। এতে পিগমেনটেশন ও ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়ে যাবে এবং ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।