
ভাঙড় ২ ব্লকে মঙ্গলবার আইএসএফ নমিনেশন জমা দিল। তৃণমূলের 'বাধা' টপকে আইএসএফের বিডিও অফিস 'দখল'। দু'পক্ষের সংঘর্ষে এদিন দিনভর অগ্নিগর্ভ থাকল ভাঙড়। ‘বোমাবাজি’, ঝরল রক্ত। বিডিও অফিসের কাছেই বোমার গর্জন।

মুড়ি-মুড়কির মতো বোমাবাজির অভিযোগ। বিজয়গঞ্জ বাজারের কাছে ৫৫টি বোমা পড়ে বলে অভিযোগ আইএসএফ কর্মীদের। বিডিও অফিসের সামনে চলে ৭ রাউন্ড ‘গুলি’। পুলিশের সামনেই চলে তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বোমাবাজি, ভাঙা কাচের বোতল-ইটবৃষ্টির আঘাতে আহত হন পুলিশ কর্মীরা। সংঘর্ষে গুলিবিদ্ধ হন একাধিক জন।

রাজনৈতিক মহলের দাবি, সোমবার ছিল ট্রেলর। মঙ্গলবার শো হল। বুধবার তবে কি মেগা শো? বুধবার ভাঙড় ১ নম্বর ব্লকে আইএসএফ প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার কথা।

ভাঙড় ২ এ যদি ১০ হাজার আইএসএফ কর্মী নিয়ে নমিনেশন জমা দেন নওশাদ, সূত্র মারফত খবর বুধবার ভাঙড় এক নম্বর ব্লকে ২০ হাজার লোক নিয়ে হবে মনোনয়নপর্ব।

দিনভর টানটান উত্তেজনা, বোমাবাজি, গুলি, কাঁদানে গ্যাসের শেল, ধরপাকড়- এসবের মাঝেই আরাবুল ইসলামের ভাঙড় ২ নম্বর ব্লকে মনোনয়ন জমা দিল আইএসএফ। বুধবার ভাঙড় এক নম্বর ব্লকে আইএসএফের মনোনয়নের দিন, সেখানে কী পরিস্থিতি তৈরি হয়, সেটার দেখার।

ভাঙড় ১ নম্বর ব্লকে ৬টি অঞ্চল আবার ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার বিধানসভা এলাকার মধ্যে পড়ে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও কমিশনের প্রোটোকলে ভাঙড় ২ নম্বর ব্লকে সওকত মোল্লা আসেননি ।

নিজের এলাকায় বুধবার কি 'প্রতিরোধ' গড়তে পারবেন সওকত? সে প্রশ্নই এখন ভাঙড় জুড়ে।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অবশ্য বলছেন, "বাধা হলে প্রতিরোধ গড়বই। আমরা এর পরও মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করছি। তবে ভাঙড়ের শান্তির জন্য শাসক-বিরোধী সকলের কাছেই আমি অনুরোধ করব। মানুষ তার অধিকার প্রয়োগ করুক।"

মঙ্গলবারের চিত্রপটে প্রথমার্ধে কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হয়েছিল পুলিশ, পরে নিজ ফর্মে। বুধবার প্রশাসনের ভূমিকা কী থাকে, সেটাই দেখার।