
আজ, বুধবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে রাজা সুরেশ চন্দ্র চৌধুরী আর্কাইভ এর উদ্বোধনে হাজির ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ‘দিদি ১০০’ লেখা জার্সি তুলে দেওয়া হল। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)

হলুদ পাড়ের শাড়ি পড়ে ইস্টবেঙ্গল ক্লাবে রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ উদ্বোধন করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)

এই অনুষ্ঠানে হাজির ছিলেন লাল-হলুদের ইনভেস্টর ইমামির প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপেই ইমামিকে এ বার ইনভেস্টর হিসেবে পেয়েছে ইস্টবেঙ্গল। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ‘দিদি ১০০’ লেখা বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)

ফুটবল হাতে নিয়ে ইস্টবেঙ্গলের মাঠে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার, ক্লাব কর্তারা। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)

আর্কাইভ উদ্বোধন করার পর লাল-হলুদ ক্লাব কর্তাদের সঙ্গে আর্কাইভ ঘুরেও দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)