Dhanadhanyo Auditorium: বিশ্বে নাকি বিরল! ৪৪০ কোটির ‘শঙ্খরূপী অডিটোরিয়াম’ এক ক্লিকে ঘুরে আসুন

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Apr 14, 2023 | 1:44 AM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হল ধনধান্য অডিটোরিয়ামের।

1 / 9
আরও একটি ইনডোর অডিটোরিয়াম উপহার পেল রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হল ধনধান্য় অডিটোরিয়ামের।

আরও একটি ইনডোর অডিটোরিয়াম উপহার পেল রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হল ধনধান্য় অডিটোরিয়ামের।

2 / 9
আলিপুরে সৌজন্যের উল্টো দিকের রাস্তায় একটু এগিয়ে গিয়েই দেখা যাবে এই সুন্দরভাবে সাজানো অডিটোরিয়াম।

আলিপুরে সৌজন্যের উল্টো দিকের রাস্তায় একটু এগিয়ে গিয়েই দেখা যাবে এই সুন্দরভাবে সাজানো অডিটোরিয়াম।

3 / 9
২৪০০ আসনের বিশ্বমানের এই অডিটোরিয়ামটি তৈরি করা হয়েছে শঙ্খের আদলে। অডিটোরিয়ামটি যেভাবে তৈরি করা হয়েছে, তা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাইরে থেকে দেখতে এক বিশাল শঙ্খের মতো এই অত্যাধুনিক ইনডোর অডিটোরিয়াম।

২৪০০ আসনের বিশ্বমানের এই অডিটোরিয়ামটি তৈরি করা হয়েছে শঙ্খের আদলে। অডিটোরিয়ামটি যেভাবে তৈরি করা হয়েছে, তা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাইরে থেকে দেখতে এক বিশাল শঙ্খের মতো এই অত্যাধুনিক ইনডোর অডিটোরিয়াম।

4 / 9
এমন সুন্দরভাবে সাজানো অডিটোরিয়াম ভারত তো বটেই, গোটা বিশ্বে বিরল বলে ধারণা এক অংশের। রাজ্য পূর্ত দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিশ্বের সেরা তো বটেই, গোটা বিশ্বে এই অডিটোরিয়াম  বিরল। এই প্রেক্ষাগৃহ বিশ্বের সেরা আশ্চর্য হওয়ার মতো ক্ষমতা রাখে।

এমন সুন্দরভাবে সাজানো অডিটোরিয়াম ভারত তো বটেই, গোটা বিশ্বে বিরল বলে ধারণা এক অংশের। রাজ্য পূর্ত দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিশ্বের সেরা তো বটেই, গোটা বিশ্বে এই অডিটোরিয়াম বিরল। এই প্রেক্ষাগৃহ বিশ্বের সেরা আশ্চর্য হওয়ার মতো ক্ষমতা রাখে।

5 / 9
আলিপুরে ২০১৬ সালে এই অডিটোরিয়ামের কাজ শুরু হয়েছিল। নামকরণ করেন মুখ্যমন্ত্রী। ধনধান্য ইনডোর স্টেডিয়াম। সূত্রের খবর, এর মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট। ২৪০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়াম করতে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা।

আলিপুরে ২০১৬ সালে এই অডিটোরিয়ামের কাজ শুরু হয়েছিল। নামকরণ করেন মুখ্যমন্ত্রী। ধনধান্য ইনডোর স্টেডিয়াম। সূত্রের খবর, এর মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট। ২৪০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়াম করতে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা।

6 / 9
অডিটোরিয়ামের মূল নকশা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে রয়েছে শিল্পীদের থাকার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থাও।

অডিটোরিয়ামের মূল নকশা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে রয়েছে শিল্পীদের থাকার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থাও।

7 / 9
দিনের বেলা অডিটোরিয়াম দেখতে এক বিশাল শ্বেতশুভ্র শঙ্খের মতো। সন্ধে নামলে অডিটোরিয়ামের রূপ আরও সুন্দর হয়ে ওঠে। আলো ঝলমলে অডিটোরিয়ামের রাতের ছবি আরও মায়াময়।

দিনের বেলা অডিটোরিয়াম দেখতে এক বিশাল শ্বেতশুভ্র শঙ্খের মতো। সন্ধে নামলে অডিটোরিয়ামের রূপ আরও সুন্দর হয়ে ওঠে। আলো ঝলমলে অডিটোরিয়ামের রাতের ছবি আরও মায়াময়।

8 / 9
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন। এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনের জন্য।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন। এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনের জন্য।

9 / 9
বাংলা নববর্ষের আগে শহরবাসীর জন্য এ এক দারুণ উপহার মুখ্যমন্ত্রীর।

বাংলা নববর্ষের আগে শহরবাসীর জন্য এ এক দারুণ উপহার মুখ্যমন্ত্রীর।

Next Photo Gallery