
রাজ্যে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নার্স ও গ্রেড ২-পদে কর্মী নিয়োগ করা হবে।

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩৬০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ আগামী ২৩ ডিসেম্বর, ২০২২। অনলাইনে স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhrb.in- এ লগ ইন করে আবেদন জানাতে হবে।

যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনও নার্সি কলেজ থেকে স্নাতক হতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে।

বয়সসীমা- আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।

বেতন- এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৭১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা হতে পারে। নির্বাচন প্রক্রিয়া- মেরিট লিস্টের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।