Kali Puja 2022: আলোর উৎসবে সেজে উঠেছে রাজ্য, রইল উৎসবের চিত্র

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 24, 2022 | 8:03 PM

Kalipuja: মন্দিরে মন্দিরে শঙ্খ, কাঁসর, ঘণ্টার ধ্বনি। ধূপধুনোর গন্ধ। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়।

1 / 7
আজ দীপান্বিতা কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। বিভিন্ন কালীক্ষেত্রের পাশাপাশি কালী মন্দিরগুলিতেও সন্ধ্যা গড়াতেই জ্বলে উঠেছে প্রদীপ, মোমবাতি। বারোয়ারি পুজো প্যান্ডেলগুলিতেও মানুষের ভিড়।

আজ দীপান্বিতা কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। বিভিন্ন কালীক্ষেত্রের পাশাপাশি কালী মন্দিরগুলিতেও সন্ধ্যা গড়াতেই জ্বলে উঠেছে প্রদীপ, মোমবাতি। বারোয়ারি পুজো প্যান্ডেলগুলিতেও মানুষের ভিড়।

2 / 7
মন্দিরে মন্দিরে শঙ্খ, কাঁসর, ঘণ্টার ধ্বনি। ধূপধুনোর গন্ধ।  মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সেজে উঠেছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির।

মন্দিরে মন্দিরে শঙ্খ, কাঁসর, ঘণ্টার ধ্বনি। ধূপধুনোর গন্ধ। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সেজে উঠেছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির।

3 / 7
বারাসত আগুয়ান সংঘের পুজো।

বারাসত আগুয়ান সংঘের পুজো।

4 / 7
বারাসত শতদলের পুজো।

বারাসত শতদলের পুজো।

5 / 7
উত্তর ২৪ পরগনার একটি পুজো মণ্ডপের ছবি।

উত্তর ২৪ পরগনার একটি পুজো মণ্ডপের ছবি।

6 / 7
নৈহাটির অরবিন্দ রোডের বড় মা। লক্ষ মানুষের সমাগম হয় এই পুজোকে ঘিরে।

নৈহাটির অরবিন্দ রোডের বড় মা। লক্ষ মানুষের সমাগম হয় এই পুজোকে ঘিরে।

7 / 7
বেলুড় মঠে শ্যামাপুজোর আয়োজন।

বেলুড় মঠে শ্যামাপুজোর আয়োজন।

Next Photo Gallery