TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Jan 23, 2023 | 8:45 PM
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতাজী জন্মদিবস উদযাপন। শহিদ মিনারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েকশো সংঘ পরিবারের সদস্য। ছিলেন বিজেপির রাজ্য স্তরের নেতারাও।
শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতারা এদিন শহিদ মিনারে যান। সকলেরই পরণে ছিল আরএসএসের নির্দিষ্ট পোশাক।
এদিন সাদা জামা, খাকি প্যান্ট, মাথায় টুপি পরে দেখা গিয়েছে দিলীপ, সুকান্ত, শুভেন্দুদের। সকলেরই এক পোশাক।
এদিন মোহন ভাগবতের বক্তব্য উঠে আসে, আরএসএসের চলার পথের সঙ্গে নেতাজির আদর্শের মিলের প্রসঙ্গ।
সংঘপ্রধান এদিন স্পষ্ট বুঝিয়ে দেন, আরএসএস কোনও রাজনৈতিক সংগঠন নয়।
মোহন ভাগবত বলেন, আরএসএস ভোটে লড়ে না। আরএসএস নাম প্রচারের আশায় কাজ করে না। সমাজের সকলকে নিয়ে পথ চলাই তাঁদের লক্ষ্য।
মোহন ভাগবত বলেন, ব্যক্তির জন্য ভাবনা নয়, আগে সমষ্টির কথা ভাবতে হবে।