TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Jan 17, 2023 | 12:59 PM
প্রতীকি ছবি।
তবে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বরং ঠান্ডার আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।
হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার সকালের দিকে মেঘলা আকাশ এবং পরে পরিষ্কার আকাশ থাকবে। ছবি PTI
মাঘ মাসে জাঁকিয়ে শীত পড়ে বঙ্গে। তবে এবার মাঘের শুরুতেই তাপমাত্রা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এর কারণ। কুয়াশার কারণে পরিবহণ পরিষেবা ব্যহত হচ্ছে বিভিন্ন জেলায়। ছবি PTI
তবে দিল্লিতে হু হু করে নামছে পারদ। কনকনে ঠান্ডা রাজধানীতে। সফদরজংয়ের তাপমাত্রা ইতিমধ্য়েই ১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যা দু'বছরের মধ্যে সর্বাপেক্ষা কম। ১৭ বছরের মধ্যে দ্বিতীয় শীতলতম দিন। ছবি PTI
শৈত্যপ্রবাহ চলছে বিভিন্ন জায়গায়। ২০০৬ সালে ২ ডিগ্রির নিচে নেমেছিল দিল্লির তাপমাত্রা। গত ৩০ বছরে সফদরজংয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নেমেছিল দু'বার। ছবি PTI