TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 02, 2023 | 7:08 AM
নতুন বছরে কর্মপ্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে সরকারি ক্ষেত্রে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। চাকরির এমনই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।
প্রতীকী ছবি
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ জানুয়ারি, ২০২৩ অবধি এই শূন্যপদে আবেদন করা হবে। অনলাইনেই আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীতে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।
বয়সসীমা- এই শূন্যপদে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হল ১৮ বছর। সর্বাধিক ৪০ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে।
আবেদন ফি- অনলাইনে এই শূন্যপদে আবেদন করার জন্য ২০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
এমকিকিউ পদ্ধতিতে লিখিত ও ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে।