TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 23, 2022 | 7:30 AM
কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে তৈরি হচ্ছে কর্মসংস্থানের দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে ভেটেরিনারি অফিসার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের অধীনে কর্মী নিয়োগ করা হবে।
ভেটেরিনারি অফিসার হিসাবে মোট ১৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ -র মধ্যে এই শূন্যপদে আবেদন করা যাবে। সরাসরি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in - এ আবেদন করা যাবে।
বেতন- ভেটেরিনারি অফিসার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা হবে।
বয়সসীমা- আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৬ বছর হতে পারবে। তবে বিশেষভাবে সক্ষম ও ইতিমধ্যেই সরকারি কর্মী যারা, তাদের ক্ষেত্রে ৫ বছর অবধি বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সরকর স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ডারি বিষয়ে বা ভেটেরিনারি সায়েন্সে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। এছাড়া আবেদনকারীর অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
এছাড়া আবেদনকারীকে বাংলা ও নেপালি পড়তে ও লিখতে জানতে হবে।