TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Jan 08, 2022 | 4:07 PM
পৌষ পার্বণ আসলে আগে গ্রামগঞ্জে কান পাতলে শোনা যেত টুসুর গান। আজ সেই টুসু পুজো যেন সকলের কাছেই অতীত।
নতুন প্রজন্ম ভুলতে চলেছে টুসু গান। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খিড়কি বাজারের গীতা, ছবিতা, মিতা রা ৪০ বছর ধরে চালিয়ে যাচ্ছে এই পুজো।
অন্যান্য বছরের মতো এই বছর করোনায় কিছুটা হলেও বাধার সৃষ্টি করেছে তাদের টুসু গানে । কারণ তারা জানায় পৌষ সংক্রান্তি আসার কয়েক দিন আগে থেকে তারা গ্রামগঞ্জে ঘুরে বেড়াত, গান গেয়ে যা-কিছু উপার্জন হত তাই নিয়ে পৌষ সংক্রান্তিতে তারা আনন্দে মাতত।
আগের বছর করোনায় তারা গ্রামগঞ্জে টুসু ঠাকুর নিয়ে গান করতে বের হতে পারেনি, বাধা হয়েছিল করোনা, ফের এই বৎসর হঠাৎ করেই করোনা বাড়তেই কিছুটা হলেও বাধার সম্মুখীন হচ্ছে বলে তারা জানিয়েছেন।
যদিও গ্রাম গঞ্জের মানুষ ওই মহিলাদের কুর্নিশ জানিয়েছে। তারা বলছেন নতুন প্রজন্মের কাছে পৌষ সংক্রান্তির ঢেঁকিতে চাল কুটে পিঠে আর টুসু গান সবই যেন আজ হারিয়ে যাচ্ছে ।