Winter Weather: কনকনে ঠান্ডা আর কতদিন? দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস
Soumya Saha |
Jan 08, 2023 | 4:22 PM
Winter Weather: কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।
1 / 6
পৌষের শেষে এসে ঝোড়ো ব্যাটিং করছে শীত। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায়। জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নীচে। কতদিন থাকবে এমন কনকনে ঠান্ডা? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
2 / 6
তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীতের আমেজ। সকাল থেকেই দাপট দেখাবে উত্তুরে হাওয়াও। জেলাগুলিতেও থাকবে ঠান্ডার প্রভাব।
3 / 6
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে রবিবারের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ।
4 / 6
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন ঘন কুয়াশা থাকা সম্ভাবনা রয়েছে সকালের দিকে। ফলে উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেনগুলি সকালের দিকে ঘন কুয়াশার কারণে দেরিতে চলতে পারে। দিনের তাপমাত্রাও খানিক কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
5 / 6
কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।
6 / 6
আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামী ১২ জানুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রার পারদ।