EFL Cup: কারাবাও কাপ থেকে বিদায় ম্যাঞ্চেস্টার সিটির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 28, 2021 | 10:32 AM

লন্ডন স্টেডিয়ামে বুধবার গভীর রাতে কারাবাও কাপের (Carabao Cup) ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (West Ham United) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। গত চার বছর ধরে কারাবাও কাপের খেতাব ধরে রেখেছিল ম্যাঞ্চেস্টার সিটি, সেই ম্যান সিটিরই লিগ কাপের যাত্রা শেষ করল ওয়েস্ট হ্যাম। নির্ধারিত সময়ে ০-০ ড্র-তে ম্যাচ শেষ হওয়ায় ম্যাচের ফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। সেই পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে পেপ গুয়ার্দিওলার দলকে হারাল ওয়েস্ট হ্যাম। ম্যাচের শেষে গুয়ার্দিওলা বলেন, "কোনও কিছুই চিরন্তন নয়। আমরা এই প্রতিযোগিতা জেতার জন্য অনেক অনেক লড়াই করেছি। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়া একটা দুর্দান্ত কৃতিত্ব এবং পরের মরসুমে আমরা আবার চেষ্টা করব জেতার, অবশ্যই আমরা ফিরে আসব।"

1 / 4
 নির্ধারিত ৯০ মিনিটে ০-০ ড্র হওয়ায় এই ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। (ছবি-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড টুইটার)

নির্ধারিত ৯০ মিনিটে ০-০ ড্র হওয়ায় এই ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। (ছবি-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড টুইটার)

2 / 4
EFL Cup: কারাবাও কাপ থেকে বিদায় ম্যাঞ্চেস্টার সিটির

3 / 4
পেনাল্টি শুটআউটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম গোলটি মিস করেন ফিল ফডেন। এরপরের ৩টি গোল করেছেন হোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও জ্যাক গ্রিলিশ। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

পেনাল্টি শুটআউটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম গোলটি মিস করেন ফিল ফডেন। এরপরের ৩টি গোল করেছেন হোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও জ্যাক গ্রিলিশ। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 4
ওয়েস্ট হ্যামের হয়ে পেনাল্টি শুটআউটে ৫টি গোল করেছেন যথাক্রমে মার্ক নোবলে, জ্যারড বোয়েন, ক্রেগ ডাওসন, অ্যারন ক্রেসওয়েল এবং বেনরাহমা। (ছবি-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড টুইটার)

ওয়েস্ট হ্যামের হয়ে পেনাল্টি শুটআউটে ৫টি গোল করেছেন যথাক্রমে মার্ক নোবলে, জ্যারড বোয়েন, ক্রেগ ডাওসন, অ্যারন ক্রেসওয়েল এবং বেনরাহমা। (ছবি-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery
Ancient Temples: একবার হলেও ঘুরে আসুন ভারতের এই প্রাচীন মন্দিরগুলি থেকে
Diwali Tourism: ভারতের মতো বিদেশেও ধুমধাম করে দিওয়ালি হয়, এই ৫ দেশের নাম জানুন…