ভারত তাঁর ভীষণ প্রিয় দেশ। এখানে তিনি যতবারই এসেছেন দেশটার প্রেমে পড়ে গিয়েছেন। কথা হচ্ছে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে (Chris Gayle) নিয়ে। (ছবি-ফেসবুক)
ভারতে তো বহু বার খেলতে এসেছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। কিন্তু গেইল কি কখনও পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় গিয়েছেন? এতদিন তো যাননি। এ বার গেইল যাচ্ছেন বর্ধমানে। (ছবি-ক্রিস গেইল টুইটার)
২৯ জানুয়ারি বর্ধমানে উঠতে চলেছে গেইল ঝড়। ইউনিভার্সাল বস নিজেই জানিয়েছেন তিনি আসতে চলেছেন বর্ধমানে। (ছবি-ফেসবুক)
উল্লেখ্য, স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতি বছরই বর্ধমানের মালির মাঠে আয়োজিত হয় রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ বার সেখানেই অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যারিবিয়ান কিংবদন্তি গেইল। (ছবি-ক্রিস গেইল টুইটার)
এর আগেও বিভিন্ন তারকা বর্ধমানের এই ক্রিকেট টুর্নামেন্টে এসেছেন। (ছবি-ফেসবুক)
গত কয়েক বছরে এই টুর্নামেন্টে অতিথি হিসেবে বর্ধমান শহরে এসেছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। যাদের মধ্য়ে রয়েছেন- দিলীপ বেঙ্কসরকার, কপিল দেব, হরভজন সিং, গৌতম গম্ভীররা। (ছবি-ফেসবুক)
রাজনন্দিনী কাপ আসলে টেনিস বল টুর্নামেন্ট। ২০২০ সালে রাজনন্দিনী কাপে প্রথম কোনও বিদেশি ক্রিকেটার এসেছিলেন। সে বার এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্রায়ান লারা। (ছবি-ফেসবুক)
এ বার সেই তালিকায় যোগ দিচ্ছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ক্যারিবিয়ান সুপারস্টারকে দেখতে বর্ধমানে নিশ্চিতভাবে ভিড় জমাবেন ক্রিকেট প্রেমীরা। (ছবি-ফেসবুক)