Kieron Pollard: পিএসএলে পোলার্ড ঝড়, রেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না
T20 Record: ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড চলতি পিএসএলে মুলতানস সুলতানসের হয়ে খেলছেন। লাহোর কালান্দার্সের বিরুদ্ধে পিএসএলের এক ম্যাচে রেকর্ড গড়েছেন পোলার্ড। তা সত্ত্বেও দলকে জেতাতে পারেননি তিনি। কী রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান তারকা?