Ranbir-Aamir: ‘অভিনেতা হওয়ার আগে এই কাজটা করে ফেল’, আমিরের কোন উপদেশের মর্ম বোঝেননি রণবীর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 21, 2022 | 6:11 PM

Bollywood: তবে সেই মুহূর্তে রণবীরের মনে হয়েছিল, ইনি কী যে বলছেন! কথাটার গুরুত্ব দেননি রণবীর। তিনি বুঝতে পারেননি আমির খান কেন এই কথা তাঁকে বলছেন।

1 / 6
অয়নের কথায়, তিনি যখন জানতে পারেন, নিজের আবেগ রাগ চেপে রেখে, বন্ধুদের সঙ্গে ঠিক যতটা মাত্রা বজায় রেখে প্রতিক্রিয়া জানান যায়, তিনি ততটাই করার চেষ্টা করেছিলেন মাত্র।

অয়নের কথায়, তিনি যখন জানতে পারেন, নিজের আবেগ রাগ চেপে রেখে, বন্ধুদের সঙ্গে ঠিক যতটা মাত্রা বজায় রেখে প্রতিক্রিয়া জানান যায়, তিনি ততটাই করার চেষ্টা করেছিলেন মাত্র।

2 / 6
বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।

বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।

3 / 6
তাই তারা যখন কোনও ছবির অভিনেতাকে পছন্দ করে, তখন সেই অভিনেতার সব কাজকেই গ্রহণ করে। শুধু তাই নয়, আমির খানের মতে, পুরো জেনরেশনটাই প্রায় ১৫ বছর সেই অভিনেতার ভক্ত হয়েই থেকে যায়।

তাই তারা যখন কোনও ছবির অভিনেতাকে পছন্দ করে, তখন সেই অভিনেতার সব কাজকেই গ্রহণ করে। শুধু তাই নয়, আমির খানের মতে, পুরো জেনরেশনটাই প্রায় ১৫ বছর সেই অভিনেতার ভক্ত হয়েই থেকে যায়।

4 / 6
আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে  খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

5 / 6
তবে সেই মুহূর্তে রণবীরের মনে হয়েছিল, ইনি কীই যে বলছেন! কথাটার গুরুত্ব দেননি রণবীর। তিনি বুঝতে পারেননি আমির খান কেন এই কথা তাঁকে বলছেন। ছোট ছোট শহর ঘুরে দেখার উপদেশ দিচ্ছেন।

তবে সেই মুহূর্তে রণবীরের মনে হয়েছিল, ইনি কীই যে বলছেন! কথাটার গুরুত্ব দেননি রণবীর। তিনি বুঝতে পারেননি আমির খান কেন এই কথা তাঁকে বলছেন। ছোট ছোট শহর ঘুরে দেখার উপদেশ দিচ্ছেন।

6 / 6
প্রথমটায় একা একা থাকতে পছন্দ করতেন রণবীর। তেমন কোনও বন্ধুও তৈরি করতেন না তিনি। তবে একটা সময় বাবা ঋষি কাপুরের মন রাখতেই ভেবেছিলেন একটা ছবি করা যাক, তাই করেছিলেন। আর এভাবেই শুরু রণবীরের অভিনয় সফর।

প্রথমটায় একা একা থাকতে পছন্দ করতেন রণবীর। তেমন কোনও বন্ধুও তৈরি করতেন না তিনি। তবে একটা সময় বাবা ঋষি কাপুরের মন রাখতেই ভেবেছিলেন একটা ছবি করা যাক, তাই করেছিলেন। আর এভাবেই শুরু রণবীরের অভিনয় সফর।

Next Photo Gallery