Udita Goswami: যৌনতাকে সম্বল করে আগুন ধরান বলিউডে, এখন উদিতার পেশা শুনলে চমকে যাবেন!

Udita Goswami: উদিতা গোস্বামীকে মনে আছে? 'অক্ষর'-এ তিনিই ছিলেন সেই 'তৃতীয় ব্যক্তি'। আবার 'লাগি লাগি' গানে ইমরান হাসমির সঙ্গে তাঁর সেই উষ্ণ দৃশ্য একদা হয়ে উঠেছিল বলিউডের অন্যতম চর্চিত টপিক। আজ কোথায় তিনি? কী করেন?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 27, 2023 | 10:32 AM

1 / 8
উদিতা গোস্বামীকে মনে আছে? 'অক্ষর'-এ তিনিই ছিলেন সেই 'তৃতীয় ব্যক্তি'। আবার 'লাগি লাগি' গানে ইমরান হাসমির সঙ্গে তাঁর সেই উষ্ণ দৃশ্য একদা হয়ে উঠেছিল বলিউডের অন্যতম চর্চিত টপিক। আজ কোথায় তিনি? কী করেন?

উদিতা গোস্বামীকে মনে আছে? 'অক্ষর'-এ তিনিই ছিলেন সেই 'তৃতীয় ব্যক্তি'। আবার 'লাগি লাগি' গানে ইমরান হাসমির সঙ্গে তাঁর সেই উষ্ণ দৃশ্য একদা হয়ে উঠেছিল বলিউডের অন্যতম চর্চিত টপিক। আজ কোথায় তিনি? কী করেন?

2 / 8
বলিউডকে বহু দিন আগেই বিদায় জানিয়েছেন উদিতা। তবে কাজ ছেড়ে দিয়েছেন এমনটা ভাবার কোনও কারণ নেই। পেশা পরিবর্তন করেছেন তিনি। তাঁর নতুন পেশা শুনলে চমকে যাবেন।

বলিউডকে বহু দিন আগেই বিদায় জানিয়েছেন উদিতা। তবে কাজ ছেড়ে দিয়েছেন এমনটা ভাবার কোনও কারণ নেই। পেশা পরিবর্তন করেছেন তিনি। তাঁর নতুন পেশা শুনলে চমকে যাবেন।

3 / 8
উদিতার জন্ম ১৯৮৪ সালে। বহু হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে হাতেগোনা ছবিই পেয়েছে হিটের তকমা। তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০১২ সালে 'ডায়েরি অফ অ্যা বাটারফ্লাই' ছবিতে। তবে সেই ছবি হিট হয়নি।

উদিতার জন্ম ১৯৮৪ সালে। বহু হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে হাতেগোনা ছবিই পেয়েছে হিটের তকমা। তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০১২ সালে 'ডায়েরি অফ অ্যা বাটারফ্লাই' ছবিতে। তবে সেই ছবি হিট হয়নি।

4 / 8
বলিউড ছেড়ে দেওয়ার পর ২০১৩ সালে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করে নেন তিনি। ২০১৫ সালে প্রথমবার মা হন। জন্ম দেন এক কন্যাসন্তানের।

বলিউড ছেড়ে দেওয়ার পর ২০১৩ সালে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করে নেন তিনি। ২০১৫ সালে প্রথমবার মা হন। জন্ম দেন এক কন্যাসন্তানের।

5 / 8
২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য মা হন তিনি। সংসারে আসে এক পুত্রসন্তান। আলিয়া ভাট, পূজা ভাট, ইমরান হাসমির সম্পর্কে তিনি বৌদি হন। আর পেশা?

২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য মা হন তিনি। সংসারে আসে এক পুত্রসন্তান। আলিয়া ভাট, পূজা ভাট, ইমরান হাসমির সম্পর্কে তিনি বৌদি হন। আর পেশা?

6 / 8
এই মুহূর্তে তিনি একজন সেলিব্রিটি ডিজে। অর্থাৎ যাকে ডিস্কো জকি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই কাজে বরাবরই তাঁর উৎসাহ ছিল। কোর্সও করেছেন 'ডিজেইংয়ের'।

এই মুহূর্তে তিনি একজন সেলিব্রিটি ডিজে। অর্থাৎ যাকে ডিস্কো জকি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই কাজে বরাবরই তাঁর উৎসাহ ছিল। কোর্সও করেছেন 'ডিজেইংয়ের'।

7 / 8
আর বলিউড ছাড়ার পর এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর শো-য়ে ভিড় হয় হাজার হাজার।

আর বলিউড ছাড়ার পর এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর শো-য়ে ভিড় হয় হাজার হাজার।

8 / 8
অনেকের মতে বলিউড ছেড়ে ভালই করেছেন উদিতা। যা ভালবাসতেন তাই করতে পেরেছেন অবশেষে। তাঁর সংসার জীবনও বেশ সুখের। একদা সেক্স সিম্বল এই অভিনেত্রী এখন দক্ষ হাতে সামলাচ্ছেন ঘরে ও বাইরেও।

অনেকের মতে বলিউড ছেড়ে ভালই করেছেন উদিতা। যা ভালবাসতেন তাই করতে পেরেছেন অবশেষে। তাঁর সংসার জীবনও বেশ সুখের। একদা সেক্স সিম্বল এই অভিনেত্রী এখন দক্ষ হাতে সামলাচ্ছেন ঘরে ও বাইরেও।