দেখুন ছবিতে: সবসময় দল বেঁধে বেড়াতে যাওয়া কি ভাল?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 11, 2021 | 9:49 PM

বেড়াতে যেতে কে না ভালবাসেন। অনেক সময় মনে হয় একা একা বেড়াতে যাওয়াই ভাল। কিন্তু সত্যি বলতে কী, একার চেয়ে অনেকে মিলে বেড়াতে গেলে বজা হয় দ্বিগুন।

1 / 7
দল বেঁধে বেড়াতে যাওয়ার আনন্দ দ্বিগুণ। কখনওই বোর হতে হয় না। কিন্তু একাকিত্ব খুঁজতে চাইলে মেলে না।

দল বেঁধে বেড়াতে যাওয়ার আনন্দ দ্বিগুণ। কখনওই বোর হতে হয় না। কিন্তু একাকিত্ব খুঁজতে চাইলে মেলে না।

2 / 7
খরচের দিক থেকে অনেক সুবিধে। শেয়ারিং হয়ে যায় সবকিছু। গাড়ি ভাড়া থেকে হোটেলের খরচ, খাওয়াদাওয়া। সবটাই শেয়ারিং হয়ে যায়।

খরচের দিক থেকে অনেক সুবিধে। শেয়ারিং হয়ে যায় সবকিছু। গাড়ি ভাড়া থেকে হোটেলের খরচ, খাওয়াদাওয়া। সবটাই শেয়ারিং হয়ে যায়।

3 / 7
একসঙ্গে অনেক মুহূর্ত তৈরি হয়। গ্রুপ ফোটো ওঠে অনেক। সেই মধুর স্মৃতি চিরকাল থেকে যায়।

একসঙ্গে অনেক মুহূর্ত তৈরি হয়। গ্রুপ ফোটো ওঠে অনেক। সেই মধুর স্মৃতি চিরকাল থেকে যায়।

4 / 7
নিরাপত্তা বজায় থাকে। বিপদে পড়ার ভয় থাকে কম।

নিরাপত্তা বজায় থাকে। বিপদে পড়ার ভয় থাকে কম।

5 / 7
হারিয়ে যাওয়ার ভয়ও নেই।

হারিয়ে যাওয়ার ভয়ও নেই।

6 / 7
যে কোনও ফাঁকা জায়গায় বেড়াতে যাওয়ায় ভয় নেই।

যে কোনও ফাঁকা জায়গায় বেড়াতে যাওয়ায় ভয় নেই।

7 / 7
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দেখভালের জন্য সকলকেই পাওয়া যায়।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দেখভালের জন্য সকলকেই পাওয়া যায়।

Next Photo Gallery