মাছ খেলে মিটতে পারে হতাশা; এমনটাই মত বিশেষজ্ঞদের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 15, 2021 | 11:29 PM

মাছপ্রিয় মানুষ অনেকেই আছেন। আবার মাছে যমের অরুচি আছে, এমন মানুষও আছেন। ছোটদের মধ্যে মাছ না খাওয়ার একটা প্রবণতা দেখা যায়। বিজ্ঞানীরা বলেন, মাছই বিশ্বের প্রথম প্রাণী। তাই মাছকে শুভ মানা হয় বিভিন্ন বাঙালি উৎসবে। মাছে আছে প্রচুর গুণ।

1 / 7
হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোধ করতে সাহায্য করে মাছ।

হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোধ করতে সাহায্য করে মাছ।

2 / 7
মাছে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীর গঠনে সহায়ক।

মাছে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীর গঠনে সহায়ক।

3 / 7
মস্তিষ্কের বিকাশ ঘটায় মাছ।

মস্তিষ্কের বিকাশ ঘটায় মাছ।

4 / 7
হতাশা দূর করে মাছ।

হতাশা দূর করে মাছ।

5 / 7
ডায়াবিটিক রোগীদের জন্য দারুণ উপকারী।

ডায়াবিটিক রোগীদের জন্য দারুণ উপকারী।

6 / 7
বাচ্চাদের শ্বাসের সমস্য়া মেটায় মাছ।

বাচ্চাদের শ্বাসের সমস্য়া মেটায় মাছ।

7 / 7
চোখ ভাল রাখে। অনেক বয়স পর্যন্ত দৃষ্টিশক্তি যথাযথ থাকে।

চোখ ভাল রাখে। অনেক বয়স পর্যন্ত দৃষ্টিশক্তি যথাযথ থাকে।

Next Photo Gallery