Shubman Gill: গিলের ক্রাশ রশ্মিকা! শুভমন কি আদৌ মন দিয়েছেন দক্ষিণী সুপারস্টারকে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 09, 2023 | 11:04 PM

Shubman Gill Relation: 'বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে'... হ্যাঁ এখন বসন্তই চলছে। আর এই বসন্তেই ভারতীয় তরুণ তুর্কি শুভমন গিলের মনেও যেন প্রবল ঝড় উঠেছে। টিম ইন্ডিয়ার তারকা গিলের ব্যক্তিগত জীবন একাধিকবার আলোচনায় উঠে এসেছে। এ বার তাঁর নামের সঙ্গে জড়াল আরও এক সুন্দরী অভিনেত্রীর নাম। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাই নাকি গিলের বর্তমান ক্রাশ। সত্যিই কি তাই?

1 / 8
দুই সারা অতীত... এ বার টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিলের (Shubman Gill) মন মজেছে দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দানাতে (Rashmika Mandanna)! কয়েক দিন ধরেই গিলের নতুন ক্রাশের খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

দুই সারা অতীত... এ বার টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিলের (Shubman Gill) মন মজেছে দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দানাতে (Rashmika Mandanna)! কয়েক দিন ধরেই গিলের নতুন ক্রাশের খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

2 / 8
কিন্তু সত্যিটা কী? গিলের ক্রাশ কি রশ্মিকা? নাকি পুরোটাই গুজব? নেটিজ়েনরা একাধিক জল্পনা করছিল গিলের নতুন ক্রাশকে নিয়ে। সেই জল্পনায় খোদ জল ঢেলে দিয়েছেন শুভমন।

কিন্তু সত্যিটা কী? গিলের ক্রাশ কি রশ্মিকা? নাকি পুরোটাই গুজব? নেটিজ়েনরা একাধিক জল্পনা করছিল গিলের নতুন ক্রাশকে নিয়ে। সেই জল্পনায় খোদ জল ঢেলে দিয়েছেন শুভমন।

3 / 8
দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে কবে মন দিয়েছেন শুভমন, তা তিনি নিজেই জানেন না। এমনটাই দাবি করেছেন।

দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে কবে মন দিয়েছেন শুভমন, তা তিনি নিজেই জানেন না। এমনটাই দাবি করেছেন।

4 / 8
আসলে সম্প্রতি ইন্সট্যান্ট বলিউড নামের এক ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়, শুভমন গিলের ক্রাশ হলেন রশ্মিকা মন্দানা। সেখানে বলা হয়, এক সাক্ষাৎকারে গিল এমনটাই জানিয়েছেন।

আসলে সম্প্রতি ইন্সট্যান্ট বলিউড নামের এক ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়, শুভমন গিলের ক্রাশ হলেন রশ্মিকা মন্দানা। সেখানে বলা হয়, এক সাক্ষাৎকারে গিল এমনটাই জানিয়েছেন।

5 / 8
ভারতের তরুণ তুর্কি গিলের নতুন ক্রাশ যে দক্ষিণী তারকা রশ্মিকা, হু হু করে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই পোস্টে শুভমন নিজের প্রতিক্রিয়া জানান। শুভমন সেই পোস্টের কমেন্টে লেখেন, ‘‘কোন সাক্ষাৎকারে আমি এমন কথা বলেছিলাম, তা তো আমি নিজেই জানি না।’’

ভারতের তরুণ তুর্কি গিলের নতুন ক্রাশ যে দক্ষিণী তারকা রশ্মিকা, হু হু করে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই পোস্টে শুভমন নিজের প্রতিক্রিয়া জানান। শুভমন সেই পোস্টের কমেন্টে লেখেন, ‘‘কোন সাক্ষাৎকারে আমি এমন কথা বলেছিলাম, তা তো আমি নিজেই জানি না।’’

6 / 8
ব্যস এই একটা কমেন্ট থেকেই তাঁর অনুরাগীরা আসল সত্যিটা অনেকটা আঁচ করেছেন। অর্থাৎ রশ্মিকাকে মন দেননি শুভমন।

ব্যস এই একটা কমেন্ট থেকেই তাঁর অনুরাগীরা আসল সত্যিটা অনেকটা আঁচ করেছেন। অর্থাৎ রশ্মিকাকে মন দেননি শুভমন।

7 / 8
তারপর ঘুরে ফিরে ফের গিলের অনুরাগীরা বলা শুরু করেছে, সারাতেই রয়েছে শুভমনের মন। সবকিছুর মধ্যেই একটা জিনিস নিয়ে গিলের অনুরাগীরা বেশ কৌতুহলী, সারা তেন্ডুলকর নাকি সারা আলি খান... কে রয়েছেন শুভমনের হৃদয়ে?

তারপর ঘুরে ফিরে ফের গিলের অনুরাগীরা বলা শুরু করেছে, সারাতেই রয়েছে শুভমনের মন। সবকিছুর মধ্যেই একটা জিনিস নিয়ে গিলের অনুরাগীরা বেশ কৌতুহলী, সারা তেন্ডুলকর নাকি সারা আলি খান... কে রয়েছেন শুভমনের হৃদয়ে?

8 / 8
বর্তমানে শুভমন গিল ব্যস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্টে সুযোগ পেয়েছিলেন গিল। দুই ইনিংসে তিনি করেছিলেন ২১ ও ৫। এ বার দেখার আমেদাবাদ টেস্টে তিনি কেমন পারফর্ম করেন।

বর্তমানে শুভমন গিল ব্যস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্টে সুযোগ পেয়েছিলেন গিল। দুই ইনিংসে তিনি করেছিলেন ২১ ও ৫। এ বার দেখার আমেদাবাদ টেস্টে তিনি কেমন পারফর্ম করেন।

Next Photo Gallery
GG Pathan Dance: প্রথম জয়ের পর ‘ঝুমে জো পাঠান’ গানে নাচ গুজরাট প্লেয়ারদের
Durnibar-Mohor: কনেকর্তা প্রসেনজিৎ, ধরলেন পিঁড়িও, রইল দুর্নিবার-মোহরের বিয়ের একগুচ্ছ ছবি