
বেড়াতে যেতে ভালবাসেন অভিনেত্রী ভূমি পেডনেকর।

সম্প্রতি বেড়াতে গিয়েছেন স্পেনে।

দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এই ছবিতে সূর্যের তাপ শরীরে মেখে নিচ্ছেন তিনি।

মাঝ সমু্দ্রে বোটিং উপভোগ করছেন।

বন্ধুদের সঙ্গে খোশ গল্প করছেন। চলছে পুরোদমে খাওয়াদাওয়াও। বেড়াতে গিয়ে ডায়েটিংকে দূরে ঠেলেছেন 'দম লগাকে হাইসা' ছবির নায়িকা।

স্পেনে পার্টি করছেন চুটিয়ে।

পার্টির ফাঁকে আলো-আঁধারিতে পোজ় দিয়েছেন ভূমি।