দেখতে-দেখতে ৮ বছরের যাত্রাপথ পেরিয়ে গেল বাংলা ছবি 'ওপেন টি বায়োস্কোপ'। পরবর্তী প্রজন্মের প্রতিশ্রুতিবান ছেলেমেয়েদের প্রথম ছবি এটিই। ছিলেন কয়েকজন তারকা সন্তান।
ছবিতে অভিনয় করেছিলেন ঋদ্ধি সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ধি মজুমদার, রাজর্ষি নাগরা।
ছবির ৮ নম্বর বর্ষপূর্তির আনন্দে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্য়ায়কে খোলামেলা কিছু কথা বলেছেন ঋদ্ধি। করেছেন সিকুয়্যেল তৈরির আর্জিও।
যে পোস্ট ঋদ্ধি করেছেন, তাতে তিনি লিখেছেন, "বলছি অনিন্দ্যদা, আজকে 'ওপেন টি বায়োস্কোপ'-এর ৮ বছর হল, তা হলে একটা সিকুয়্যেল হোক?"
সিকুয়্যেলের নাম সম্পর্কেও লিখেছেন ঋদ্ধি। বলেছেন, "নাম হতে পারে তোমার 'ওপেন টি বায়োস্কোপ'-এর ভাবা প্রথম নামটা, কারণ আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতে, আমরা এখনও ওখানেই থাকি, -“বন্ধু বাইলেনে”।
কাস্টিংয়ের জন্য ছবিও জমা দিয়েছেন ঋদ্ধি। কারণ, তিনি ছবির চরিত্র এবং এখন অভিনেতাদের কেমন দেখতে হয়েছে, তা পাশাপাশি রেখে পাঁচটি ছবি পোস্ট করেছেন। এবং বলেছেন, এখনও তাঁরা বন্ধুই আছেন।