শিল্পা শেট্টি থেকে ঐশ্বর্য রাই বচ্চন; ওজন কমাতে কী খান ‘বলি মম’রা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 08, 2021 | 5:30 PM

কথায় আছে, 'ব্রেকিং দ্য ফাস্ট!' রাতে ডিনারের পর শরীরে কোনও খাবার ঢোকে না। ফলে লম্বা বিরতি চলে। তাই সকালের খাবার অত্য়ন্ত জরুরি। যাঁরা মনে করেন সকালে না খেলে রোগা থাকবেন, খুব ভুল জানেন। সকালে না খেলে ফল হয় একেবারে উলটো। প্রেগন্যান্সির পর শরীরের গঠনে পরিবর্তন আসে। ওজন কমতে চায় না। কিন্তু বলি অভিনেত্রীদের দেখুন, মা হওয়ার পরও কেমন সুন্দর নিজেদের চেহারা ধরে রেখেছেন। এর কারণ কিন্তু ব্রেকফাস্টে তাঁরা পরিমিত আহার করেন।

1 / 7
শিল্পা শেট্টি - ব্রেকফাস্টে প্রোটিন শেক, খেজুর ও কালো আঙুর খান শিল্পা।

শিল্পা শেট্টি - ব্রেকফাস্টে প্রোটিন শেক, খেজুর ও কালো আঙুর খান শিল্পা।

2 / 7
ঐশ্বর্য রাই বচ্চন - ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড দিয়ে তৈরি টোস্ট ও ওটস খান প্রাক্তন বিশ্বসুন্দরী।

ঐশ্বর্য রাই বচ্চন - ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড দিয়ে তৈরি টোস্ট ও ওটস খান প্রাক্তন বিশ্বসুন্দরী।

3 / 7
মালাইকা আরোরা - ইডলি, পোহা, উপমা - মালাইকা আরোরার সকালের মেনুতে থাকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার।

মালাইকা আরোরা - ইডলি, পোহা, উপমা - মালাইকা আরোরার সকালের মেনুতে থাকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার।

4 / 7
মাধুরী দীক্ষিত - ভারতীয় কায়দার ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন মাধুরী। খেতে ভালবাসেন কম তেলে তৈরি ফ্যাট মুক্ত খাবার। ফলের রসও থাকে তাঁর সকালের ডায়েটে।

মাধুরী দীক্ষিত - ভারতীয় কায়দার ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন মাধুরী। খেতে ভালবাসেন কম তেলে তৈরি ফ্যাট মুক্ত খাবার। ফলের রসও থাকে তাঁর সকালের ডায়েটে।

5 / 7
রানি মুখোপাধ্যায় - ব্রেকফাস্টে রানি খান কুসুম ছাড়া একটি ডিম, মুয়েসলি ও এক গ্লাস ফলের রস।

রানি মুখোপাধ্যায় - ব্রেকফাস্টে রানি খান কুসুম ছাড়া একটি ডিম, মুয়েসলি ও এক গ্লাস ফলের রস।

6 / 7
লারা দত্ত - লো-ফ্যাট ব্রেকফাস্ট করেন লারা। তিনি খান দুধ, ওমলেট, পরিজ ও গোটা ফল।

লারা দত্ত - লো-ফ্যাট ব্রেকফাস্ট করেন লারা। তিনি খান দুধ, ওমলেট, পরিজ ও গোটা ফল।

7 / 7
জেনেলিয়া দেশমুখ - দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্টের ভক্ত জেনেলিয়া। ব্রেকফাস্টের একঘণ্টা পর খেতে ভালবাসেন এককাপ কফি।

জেনেলিয়া দেশমুখ - দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্টের ভক্ত জেনেলিয়া। ব্রেকফাস্টের একঘণ্টা পর খেতে ভালবাসেন এককাপ কফি।

Next Photo Gallery