TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 14, 2022 | 1:03 PM
১৪ জুন, রবিবার সকাল থেকে সুশান্তের ফ্ল্যাটের ভিতর ঠিক কী ঘটেছিল, তা নিয়ে একাধিক জল্পনা তুঙ্গে। সত্যি কি আত্মহত্যা, না কি অন্য কিছু... আজও যে সন্দেহ রয়েগিয়েছে ভক্তদের মনে, তার একমাত্র উত্তর রয়েছে প্রিয় পোষ্য ফাজ়ের কাছে।
শেষ সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেবল এই সারমেয়ই ছিল। প্রিয় মানুষটিকে চোখের সামনে হারায় ফাজ়। সুশান্ত সিং রাজপুত সারমেয় বেশ পছন্দ করতেন।
তাঁর লোনাভলার বাংলো-তেও ছিল মোট তিনটি পোষ্য। মৃত্যুর আগের দিনই তাদের জন্য কিছু পরিমাণ অর্থ সুশান্ত বরাদ্দ করে গিয়েছিলেন।
একই বছর সেপ্টেম্বর মাসে বাংলোর তিন পোষ্যকে দত্তক নেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছিল। তবে ফাজ় পরিবারের একজন। তাকে কাছ ছাড়া করতে নারাজ পরিবারের সদস্যরা।
সুশান্তের মৃত্যুর পরই ফাজ়কে সঙ্গে করে নিয়ে যান সুশান্ত সিং রাজপুতের বাবা। দিনের পর দিন ভক্তরা জানতে চেয়েছে কেমন আছে ফাজ়।
ছবিও ভাইরাল হয়েছিল একাধিক, কখনও সে খাওয়া বন্ধ করে কেবলই মন মরা, কখনও আবার ফোনে সুশান্তের ছবি দেখে মন খারাপ।
বর্তমানে সুশান্তের পরিবারের সঙ্গে যত্নে রয়েছে ফাজ়। সুশান্তের রেখে যাওয়া এই প্রিয় পোষ্যকেই আগলে রেখেছে পরিবারের সকলেই।