Naga Sadhu vs Aghori Baba: ভষ্ম মাখা, নগ্ন, মাথার খুলি – কীভাবে চিনবেন কোনটা নাগা, কোনটা অঘোরি সাধু?
হিন্দু ধর্ম মতে একাধিক সাধু রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম নাগা সাধু। কুম্ভমেলার সময় ভিড় জমান নাগা সাধুরা। এ বার প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে, সেখানে প্রচুর নাগা সাধু এসেছেন। অনেকেই মনে করেন, নাগা সাধু ও অঘোরি বাবা একই। তা কি ঠিক?
1 / 8
হিন্দু ধর্মে একাধিক সাধুকে মানা হয়। তাঁদের মধ্যে নাগা সাধু অন্যতম। কুম্ভমেলার সময় ভিড় জমান নাগা সাধুরা। এ বার প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে, সেখানে প্রচুর নাগা সাধু এসেছেন। (Photos Credit: Getty Images)
2 / 8
অনেকে মনে করেন নাগা সাধু এবং অঘোরি বাবা একই। বিশেষ করে তাঁদের বেশভূষা খানিকটা এক হওয়ার জন্য অনেকে নাগা সাধু ও অঘোরিদের মধ্যে তফাৎ বুঝতে পারেন না। (Photos Credit: Getty Images)
3 / 8
নাগা সাধু ও অঘোরি বাবা একেবারেই আলাদা। তা হওয়ার জন্য প্রক্রিয়াও আলাদা। তাঁদের তপস্যা করার নিয়ম, জীবনযাপন, ধ্যান করার নিয়ম, খাওয়া দাওয়াও আলাদা। (Photos Credit: Getty Images)
4 / 8
নাগা সাধু এবং অঘোরি বাবা হওয়ার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। নাগা সন্ন্যাসী হওয়ার জন্য প্রায় ১২ বছর তপস্যা করতে হয়। আর অঘোরি বাবা বছরের পর বছর ধরে শ্মশানে তপস্যা করেন। (Photos Credit: X)
5 / 8
একজন নাগা সাধু আখড়ায় গুরুর সেবা করেন। সন্ন্যাসী হওয়ার জন্য আখড়ায় কঠিন পরীক্ষা দিতে হয়। তারপর তাঁরা জ্ঞানলাভ করেন। আর অপর দিকে শ্মশানে মৃতদেহের কাছে বসে তপস্যা করেন অঘোরিরা। (Photos Credit: PTI)
6 / 8
নাগা সাধু ও অঘোরি বাবারা শিবের পুজো করেন। কিন্তু পুজোর পদ্ধতি আলাদা হয়। নাগা সাধু হওয়ার জন্য গুরুর সেবা করা যেমন বাধ্যতামূলক বলা হয়, অঘোরি বাবার ক্ষেত্রে সে বিষয় নেই। তাঁদের আলাদা করে গুরুর প্রয়োজন হয় না। (Photos Credit: PTI)
7 / 8
নাগা সাধু ও অঘোরি বাবাদের আহার পদ্ধতি আলাদা। নাগা সাধুরা নিরামিষ আহার করেন। আর অপরদিকে অঘোরি বাবারা আমিষভোজী। বলা হয় তাঁরা মাংস খান। অঘোরিদের গলায় খুলির মালাও দেখা যায়। (Photos Credit: PTI)
8 / 8
নাগা সাধুরা সাধারণত নগ্ন অবস্থায় থাকেন। আর অঘোরিরা তাঁদের শরীরের নীচের অংশ ঢেকে রাখেন। কখনও তা প্রাণীর চামড়ার পোশাকে, কখনও আবার কোনও কাপড় দিয়ে। নাগা সাধু ও অঘোরিদের মিল একটি রয়েছে যে, তাঁরা শরীরে ভষ্ম মাখেন। (Photos Credit: X)