Hindu Puja Tips: নারকেল ছাড়া পুজো প্রায় অসম্পূর্ণ, সবচেয়ে প্রিয় কোন দেবতার?
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jun 08, 2023 | 4:15 PM
Importance of Coconut: হিন্দু ধর্মে পুজোর আয়োজনে রয়েছে অনেক নিয়ম। পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পুজো পদ্ধতিতেও রয়েছে ভিন্নতা। তাই হিন্দুধর্মে সপ্তাহের প্রতিটি দিনকে বিশেষ বলে মনে করা হয়। সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও দেবতাকে উৎসর্গ করা হয়।
1 / 10
হিন্দুধর্মে, যখনই কোনও পুজোপাঠ বা শুভ কাজের আয়োজন করা হয়, সেই সময় নারকেল ব্যবহার করা হয় মাস্ট। বাঙালি পুজোপার্বণ, নতুন দোকান উদ্বোধন করা, বিয়ের অনুষ্ঠান, নতুন বাহন ক্রয়, গৃহপ্রবেশের সময়, তিজ-উৎসব ও সাপ্তাহিক ব্রত ও উপবাস ইত্যাদি সব অনুষ্ঠানেই নারকেল গুরুত্বপূর্ণ। নারকেল নাড়ু ও গোটা নারকেল নিবেদন করা হয়।
2 / 10
হিন্দুধর্মের প্রায় সমস্ত দেবদেবীকে নারকেল নিবেদন করা হয়। নারকেল অবশ্যই পুজোর উপকরণের অন্তর্ভুক্ত। নারকেল ছাড়া পুজো অসম্পূর্ণ। পুজোয় কেন নারকেল নিবেদন করা প্রয়োজন, এর গুরুত্ব কী ও কোন দেবতাকে নারকেল নিবেদন করা উচিত, তা জেনে নিন এখানে...
3 / 10
পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন, সেই সময় তাঁর সঙ্গে ছিল লক্ষ্মীদেবী, নারকেল গাছ ও কামধেনু গরু। তাই নারকেল গাছকে কল্পবৃক্ষও বলা হয়।
4 / 10
মনে করা হয়, এতে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের বাসস্থান। নারকেলের উপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয়। প্রায় সমস্ত হিন্দু আচার-অনুষ্ঠানে ব্যবহার করা হয় নারকেল।
5 / 10
আরও একটি পৌরাণিক কাহিনি অনুসারে, মানব রূপে নারকেল তৈরি করেছিলেন বিশ্বামিত্র। একবার বিশ্বামিত্র ইন্দ্রের উপর ক্রুদ্ধ হয়ে অন্য স্বর্গ নির্মাণ শুরু করেন। দ্বিতীয় বিশ্ব সৃষ্টির সময় তিনি মানুষের আকারে একটি নারকেল তৈরি করেছিলেন। তাই নারকেলের বাইরে খোলার বাইরের দিকে দুটি চোখ ও একটি মুখের নকশা রয়েছে।
6 / 10
নারকেলকে বলা হয় শ্রীফল। শ্রীফল মানে দেবী লক্ষ্মী। বিভিন্ন সময়ে নারকেল নিবেদনের আলাদা গুরুত্ব রয়েছে। সাত্ত্বিক পূজায় নারকেল নির্বাচন আবশ্যক। দেবতাদের নারকেল নিবেদনের রয়েছে পছন্দের মতো।
7 / 10
মন্দিরে কখনও নারকেল ভাঙা হয় না,শুধুমাত্র পুরো নারকেল দেওয়া হয়। কঠিন নয়, জলে ভেজানো নারকেল অধিষ্ঠিত দেবতাদের নিবেদন করা হয়।
8 / 10
পুজোয় সবুজ নারকেল ব্যবহার করা হয় না। শুধুমাত্র নারকেলের জল প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়।
9 / 10
যখন বাবা ভৈরবকে নারকেল নিবেদন করা হয়, তখন তা ভেঙ্গে দেওয়া হয়। শুধু তাই নয়, এর মধ্যে কেশর, কালো মরিচ ও লবঙ্গ ইত্যাদি প্রসাদ হিসাবে নিবেদন করা হয়।
10 / 10
নারকেল ভেঙ্গে বিষ্ণুদেব ও ধনলক্ষ্মীকে কখনওই নিবেদন করা উচিত নয়। পুরো নারকেল দিলে শুভ ফল পাওয়া যায়। শুধু তাই নয়, ভগবান হনুমানকেও নিবেদন করা হয়।