Vaikuntha Ekadashi 2025: কারও পৌষ মাস, কারও স্বর্গলাভ; বৈকুণ্ঠ একাদশীতে এই কাজ করলেই মিলবে মুক্তি

Jan 10, 2025 | 5:10 PM

প্রত্যেক পৌষ মাসে আসে বৈকুণ্ঠ একাদশী। ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ দিন এটি। ধর্মীয় বিশ্বাস এইদিন উপবাস করে যদি নারায়ণের কাছে কিছু প্রার্থনা করা হয়, তাঁর আশীর্বাদ মেলে। এই দিন একটি কাজ করলেই মিলবে মুক্তি।

1 / 8
প্রতি বছরের পৌষ মাসে আরে বৈকুণ্ঠ একাদশী। এ বছর আজ, অর্থাৎ ১০ জানুয়ারি পড়েছে বৈকুণ্ঠ একাদশী। এই একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর স্বর্গীয় আবাস বৈকুণ্ঠের নাম অনুসারে। (ছবি-এক্স)

প্রতি বছরের পৌষ মাসে আরে বৈকুণ্ঠ একাদশী। এ বছর আজ, অর্থাৎ ১০ জানুয়ারি পড়েছে বৈকুণ্ঠ একাদশী। এই একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর স্বর্গীয় আবাস বৈকুণ্ঠের নাম অনুসারে। (ছবি-এক্স)

2 / 8
 বৈকুণ্ঠ একাদশী হল ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ দিন এটি। ধর্মীয় বিশ্বাস এইদিন উপবাস করে যদি নারায়ণের কাছে কিছু প্রার্থনা করা হয়, তাঁর আশীর্বাদ মেলে। (ছবি-এক্স)

বৈকুণ্ঠ একাদশী হল ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ দিন এটি। ধর্মীয় বিশ্বাস এইদিন উপবাস করে যদি নারায়ণের কাছে কিছু প্রার্থনা করা হয়, তাঁর আশীর্বাদ মেলে। (ছবি-এক্স)

3 / 8
 কথিত আছে যে, এই দিনে ভগবান বিষ্ণুর ধামের দরজা (বৈকুণ্ঠ দ্বার) খোলা থাকে। যে সকল ব্যক্তি (সাধু, সাধারণ পুরুষ ও মহিলা) জন্ম, জীবন এবং মৃত্যুর দুষ্ট চক্র থেকে মুক্তি কামনা করেন তাঁরা উপবাস করেন। (ছবি-এক্স)

কথিত আছে যে, এই দিনে ভগবান বিষ্ণুর ধামের দরজা (বৈকুণ্ঠ দ্বার) খোলা থাকে। যে সকল ব্যক্তি (সাধু, সাধারণ পুরুষ ও মহিলা) জন্ম, জীবন এবং মৃত্যুর দুষ্ট চক্র থেকে মুক্তি কামনা করেন তাঁরা উপবাস করেন। (ছবি-এক্স)

4 / 8
 যে সকল ব্যক্তির উদ্দেশ্য থাকে পৃথিবীতে যাত্রা শেষ হওয়ার পর বৈকুণ্ঠে আশ্রয় নেওয়া, তাঁরা এই বৈকুণ্ঠ একাদশীতে উপবাস করেন। (ছবি - pinterest)

যে সকল ব্যক্তির উদ্দেশ্য থাকে পৃথিবীতে যাত্রা শেষ হওয়ার পর বৈকুণ্ঠে আশ্রয় নেওয়া, তাঁরা এই বৈকুণ্ঠ একাদশীতে উপবাস করেন। (ছবি - pinterest)

5 / 8
তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশীতে বিশেষ বৈকুণ্ঠদ্বার দর্শন খুবই জনপ্রিয়। ধর্মীয় বিশ্বাস, এই দিন ভক্তিভরে বৈকুণ্ঠদ্বার দিয়ে পেরোনো মানে বৈকুণ্ঠ লাভ করা। (ছবি-এক্স)

তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশীতে বিশেষ বৈকুণ্ঠদ্বার দর্শন খুবই জনপ্রিয়। ধর্মীয় বিশ্বাস, এই দিন ভক্তিভরে বৈকুণ্ঠদ্বার দিয়ে পেরোনো মানে বৈকুণ্ঠ লাভ করা। (ছবি-এক্স)

6 / 8
ভগবান বিষ্ণুর প্রায় বেশিরভাগ মন্দিরে এইরূপ বৈকুণ্ঠদ্বার থাকে। আর তা সারা বছর বন্ধ থাকে। শুধু খোলে প্রতি বছরের বৈকুণ্ঠ একাদশীর দিন। (ছবি- pinterest)

ভগবান বিষ্ণুর প্রায় বেশিরভাগ মন্দিরে এইরূপ বৈকুণ্ঠদ্বার থাকে। আর তা সারা বছর বন্ধ থাকে। শুধু খোলে প্রতি বছরের বৈকুণ্ঠ একাদশীর দিন। (ছবি- pinterest)

7 / 8
ভারতের বিভিন্ন জায়গায় বৈকুণ্ঠ একাদশী খুব জাকজমক করে পালন করেন বিষ্ণুভক্তরা। শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরটি বৈকুণ্ঠ একাদশী উদযাপনের জন্যও পরিচিত। পাশাপাশি বৃন্দাবনের রঙ্গনাথস্বামী মন্দিরেও খুব ঘটা করে বৈকুণ্ঠ একাদশী পালিত হয়। (ছবি-এক্স)

ভারতের বিভিন্ন জায়গায় বৈকুণ্ঠ একাদশী খুব জাকজমক করে পালন করেন বিষ্ণুভক্তরা। শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরটি বৈকুণ্ঠ একাদশী উদযাপনের জন্যও পরিচিত। পাশাপাশি বৃন্দাবনের রঙ্গনাথস্বামী মন্দিরেও খুব ঘটা করে বৈকুণ্ঠ একাদশী পালিত হয়। (ছবি-এক্স)

8 / 8
 ধর্মীয় বিশ্বাস কোনও বিষ্ণু মন্দিরে বৈকুণ্ঠ একাদশীর দিন বৈকুণ্ঠ দ্বার পেরোলে মৃত্যুর পর সেই ব্যক্তির বৈকুণ্ঠ (স্বর্গলাভ) লাভ হয়। সকল পাপ থেকেও সেই ব্যক্তি মুক্তি পান। (ছবি-এক্স)

ধর্মীয় বিশ্বাস কোনও বিষ্ণু মন্দিরে বৈকুণ্ঠ একাদশীর দিন বৈকুণ্ঠ দ্বার পেরোলে মৃত্যুর পর সেই ব্যক্তির বৈকুণ্ঠ (স্বর্গলাভ) লাভ হয়। সকল পাপ থেকেও সেই ব্যক্তি মুক্তি পান। (ছবি-এক্স)

Next Photo Gallery