
গরমকালে অনেকের সঙ্গী সানস্ক্রিন। এই সময় অনেকে সানস্ক্রিন কেনেন ও নিয়মিত মাখেন। রোজ ত্বকে সানস্ক্রিন অনেকেই লাগান। কিন্তু সঠিক নিয়ম অনেকেই জানেন না। (Pic Credit- Freepik)

সানস্ক্রিন শুধু গরমকালেই নয়, বছরের অন্যান্য সময়ও ব্যবহার করা উচিত। কারণ, সূর্যের ক্ষতিকারক UV রশ্মি বছরের সব সময় থাকে। তাই শুধু গরমে সানস্ক্রিন মাখতে হবে, আর বছরের বাকি সময় মাখার দরকার নেই, তেমনটা নয়। (Pic Credit- Freepik)

সানস্ক্রিন অনেকেই সরাসরি ত্বকে লাগান। এখানেই হয়ে যায় ভুল। কারণ, সরাসরি ত্বকে সানস্ক্রিন লাগানো ঠিক নয়। এতে ফল কম মেলে। তা হলে কেমন ভাবে মাখা উচিত সানস্ক্রিন? (Pic Credit- Freepik)

প্রথমেই মাথায় রাখতে হবে যে, রোদে বেরোনোর ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন মাখা উচিত। তেমনটা করলে ফল মিলবে। তবে সব সময় সানস্ক্রিন মাখার আগে ভালো করে ময়েশ্চরাইজার ব্যাবহার করতে হবে। তা হলে সানস্ক্রিনের আসল কাজ ত্বকে ঠিক করে হবে। (Pic Credit- Freepik)

এমন অনেক সানস্ক্রিন রয়েছে, যা ত্বক শুষ্ক করে দেয়। তাই যদি কেউ সানস্ক্রিন মাখার আগে ময়েশ্চরাইজার মেখে নেন, তা হলে ত্বক মসৃণ এবং নরম থাকে। শুষ্কভাব বোধ হয় না। (Pic Credit- Freepik)

অনেকেই ভাবেন বাড়ি থেকে সানস্ক্রিন মেখে বেরিয়েছেন, তাতেই হবে কাজ। এ ধারনা ভুল। কারণ, সানস্ক্রিন একবার লাগালে পুরো কাজ হয় না। বেশি রোদে সময় কাটালে গ্যাপে গ্যাপে বেশ কয়েকবার সানস্ক্রিন মাখতে হবে। তেমনটা না হলে, ত্বক পুড়ে যেতে পারে। (Pic Credit- Freepik)

অনেকের ভ্রান্ত ধারনা সানস্ক্রিন শুধু মুখে লাগালেই চলে। তা ঠিক নয়। কারণ, প্রবল গরমে সানস্ক্রিন মুখের পাশাপাশি গলা ও ঘাড়ে ভালো করে লাগাতে হবে। (Pic Credit- Freepik)

কোন সানস্ক্রিন আপনার ত্বকের জন্য কার্যকরী, তা না জেনে ব্যবহার না করাই ভালো। সানস্ক্রিন সরাসরি প্রথমেই মুখে লাগানো ঠিক নয়। প্রথমে কনুইতে লাগিয়ে দেখতে পারেন। সেখানে কোনও চুলকানি, জ্বালা ভাব না হলে সেটি মুখে মাখতে পারেন। (Pic Credit- Freepik)