‘শ্রীময়ী’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’র লেখিকা লীনার বেঁচে থাকার রসদ কী?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 12, 2021 | 4:38 PM

বাংলার জনপ্রিয় ধারাবাহিকের গল্প বেরিয়ে আসে তাঁর কলম থেকে। তিনি একজন লেখিকা। লীনা গঙ্গোপাধ্যায়। টেলিভিশনের প্রাইম টাইম জুড়ে থাকেন তিনি। 'শ্রীময়ী', 'খড়কুটো', 'দেশের মাটি', 'মোহর', আর এখন 'ধুলোকণা' ধারাবাহিকের লেখিকা লীনা। সারাক্ষণই তাঁর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে দুরন্ত সব গল্প। কিন্তু তাঁরও তো হতাশা আসে। তখন তিনি ফিরে আসেন গাছের কাছে।

1 / 8
লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ভালবাসেন প্রকৃতি।

লেখিকা ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ভালবাসেন প্রকৃতি।

2 / 8
কলকাতা শহরে সেই প্রাণ ঢালা প্রকৃতি কোথায়? সবই তো আমরা শেষ করেছি। কিন্তু লীনা নিজের বাড়িটাকেই করে তুলেছেন বাগিচা।

কলকাতা শহরে সেই প্রাণ ঢালা প্রকৃতি কোথায়? সবই তো আমরা শেষ করেছি। কিন্তু লীনা নিজের বাড়িটাকেই করে তুলেছেন বাগিচা।

3 / 8
তাঁর বাড়িতে জায়গা করে নিয়েছে নানা ধরনের ইনডোর গাছ।

তাঁর বাড়িতে জায়গা করে নিয়েছে নানা ধরনের ইনডোর গাছ।

4 / 8
ছোট ছোট টবে তিনি সাজিয়ে রেখেছেন নানা প্রজাতির গাছ।

ছোট ছোট টবে তিনি সাজিয়ে রেখেছেন নানা প্রজাতির গাছ।

5 / 8
বারান্দাতেও রয়েছে কিছু গাছ।

বারান্দাতেও রয়েছে কিছু গাছ।

6 / 8
রংবেরঙের ঝুলিয়ে রাখা টবে রেখেছেন ছোট গাছ।

রংবেরঙের ঝুলিয়ে রাখা টবে রেখেছেন ছোট গাছ।

7 / 8
এদের মধ্যে কিছু গাছ দুষ্প্রাপ্য।

এদের মধ্যে কিছু গাছ দুষ্প্রাপ্য।

8 / 8
গাছের ছবি শেয়ার করে লীনা বলেছেন, "ওরা আমার স্ট্রেস বাস্টার!"

গাছের ছবি শেয়ার করে লীনা বলেছেন, "ওরা আমার স্ট্রেস বাস্টার!"

Next Photo Gallery