International Olympic Day: এ বারের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম কী জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 23, 2022 | 8:00 AM

প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় অলিম্পিক। আজ, পুরো বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস (International Olympic Day)। করোনার কারণে ২০২০ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। তার বদলে গত বছর টোকিওতে বসেছিল অলিম্পিকের আসর। এখনও অবধি ২৩টি দেশে ২৯টি গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছে। এবং ২১টি দেশে ২৪টি শীতকালীন অলিম্পিক হয়েছে।

1 / 5
এ বছরের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম হল, একসঙ্গে... শান্তিময় বিশ্বের জন্য। এটি বোঝায়, মানুষকে শান্তিতে একত্রিত করতে খেলাধুলার শক্তি কোন ভূমিকা পালন করে।

এ বছরের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম হল, একসঙ্গে... শান্তিময় বিশ্বের জন্য। এটি বোঝায়, মানুষকে শান্তিতে একত্রিত করতে খেলাধুলার শক্তি কোন ভূমিকা পালন করে।

2 / 5
আজ, আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে, #MoveForPeace এবং #OlympicDay  হ্যাশট্যাগ দিয়ে বিশ্ব অলিম্পিক দিবস পালিত হবে।

আজ, আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে, #MoveForPeace এবং #OlympicDay হ্যাশট্যাগ দিয়ে বিশ্ব অলিম্পিক দিবস পালিত হবে।

3 / 5
গত বছরের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম ছিল সুস্থ থাকুন, সবল থাকুন ও সক্রিয় থাকুন।

গত বছরের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম ছিল সুস্থ থাকুন, সবল থাকুন ও সক্রিয় থাকুন।

4 / 5
পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক হবে ২০২৪ সালে, প্যারিসে। ২৬ জুলাই থেকে ১১ অগস্ট অবধি প্যারিস অলিম্পিক হওয়ার কথা।

পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক হবে ২০২৪ সালে, প্যারিসে। ২৬ জুলাই থেকে ১১ অগস্ট অবধি প্যারিস অলিম্পিক হওয়ার কথা।

5 / 5
আইওসি রিফিউজি অ্যাথলিট স্কলারশিপ (IOC Refugee Athlete Scholarship) এবং আইওসি রিফিউজি অলিম্পিক দলের (IOC Refugee Olympic Team) মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বর্তমানে শরণার্থী ক্রীড়াবিদদের সাহায্য করে থাকে।

আইওসি রিফিউজি অ্যাথলিট স্কলারশিপ (IOC Refugee Athlete Scholarship) এবং আইওসি রিফিউজি অলিম্পিক দলের (IOC Refugee Olympic Team) মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বর্তমানে শরণার্থী ক্রীড়াবিদদের সাহায্য করে থাকে।

Next Photo Gallery