
এ বারের উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন ও মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন ২ মিলিয়ন পাউন্ড করে আর্থিক পুরস্কার পাবেন। উইম্বলডন-২০২২ এর পুরুষ ও মহিলাদের ডাবলসের চ্যাম্পিয়নরা ৫ লক্ষ ৪০ হাজার পাউন্ড করে আর্থিক পুরস্কার পাবেন।

এ বারের উইম্বলডনের পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের সিঙ্গলসের রানার্স আপরা ১ মিলিয়ন ৫০ হাজার পাউন্ড করে আর্থিক পুরস্কার পাবেন। পাশাপাশি উইম্বলডন-২০২২ এর পুরুষ ও মহিলাদের ডাবলসের রানার্স আপরা ২ লক্ষ ৭০ হাজার পাউন্ড করে আর্থিক পুরস্কার পাবেন।

চলতি উইম্বলডনের পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালিস্টরা পাবেন ৫ লক্ষ ৩৫ হাজার পাউন্ড করে। উইম্বলডন-২০২২ এর পুরুষ ও মহিলাদের ডাবলসের সেমিফাইনালিস্টরা পাবেন ১ লক্ষ ৩৫ হাজার পাউন্ড করে আর্থিক পুরস্কার।

২০২২ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ওঠা পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের সিঙ্গলসের প্লেয়াররা পেয়েছেন ৩ লক্ষ ১০ হাজার পাউন্ড করে আর্থিক পুরস্কার। এবং পুরুষ ও মহিলাদের ডাবলসের কোয়ার্টারে ওঠা প্লেয়াররা পেয়েছেন ৬৭ হাজার পাউন্ড করে।

চলতি উইম্বলডনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের সিঙ্গলসের প্লেয়াররা পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার পাউন্ড, ৭৮ হাজার পাউন্ড, ১ লক্ষ ২০ হাজার পাউন্ড ও ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড করে আর্থিক পুরস্কার। পুরুষ ও মহিলাদের ডাবলসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে খেলা প্লেয়াররা পেয়েছেন যথাক্রমে ১২ হাজার ৫০০ পাউন্ড, ২০ হাজার পাউন্ড ও ৩৩ হাজার পাউন্ড।