Lazy Sundays: বাঙালির রবিবার কেমন কাটে কলকাতায়? ঠিক কী কী করে থাকে বাঙালিরা এই ছুটির দিনে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 30, 2021 | 11:31 AM

রবিবার সপ্তাহের সেই বহু প্রত্যাশিত দিন যেদিন মানুষ ছুটির আমেজে থাকে। সকাল থেকে কোনও তাড়া নেই, ব্যস্ততা নেই, শুধুই বিশ্রাম আর খাওয়াদাওয়া...

1 / 6
সকালে ঘুম থেকে উঠেই লুচি আর আলুর দমটা বাধা ধরা। লুচি আলুর দমের মধ্যেই রবিবারের সাফল্য লুকিয়ে থাকে যেন। সকালে লুচি আলুর দম খেয়ে একটু চায়ের আড্ডা বন্ধুদের সঙ্গে। সারা সপ্তাহের সমস্ত ক্লান্তি এভাবেই দিনের শুরুতে কাটিয়ে ফেলে কলকাতা।

সকালে ঘুম থেকে উঠেই লুচি আর আলুর দমটা বাধা ধরা। লুচি আলুর দমের মধ্যেই রবিবারের সাফল্য লুকিয়ে থাকে যেন। সকালে লুচি আলুর দম খেয়ে একটু চায়ের আড্ডা বন্ধুদের সঙ্গে। সারা সপ্তাহের সমস্ত ক্লান্তি এভাবেই দিনের শুরুতে কাটিয়ে ফেলে কলকাতা।

2 / 6
এরপর কারো সারা দিন অলসভাবে কাটতে থাকে। এদিক ওদিক গড়িয়ে, শুয়ে বসে, গল্পের বই পড়ে দুপুর আসার আগের মুহূর্তটা কেটে যায়।

এরপর কারো সারা দিন অলসভাবে কাটতে থাকে। এদিক ওদিক গড়িয়ে, শুয়ে বসে, গল্পের বই পড়ে দুপুর আসার আগের মুহূর্তটা কেটে যায়।

3 / 6
তারপর ইচ্ছে হলে একটু নেটফ্লিক্স দেখার অজুহাত খুঁজে পাওয়া। পছন্দের বাকেট লিস্ট থেকে বেছে এনে একটা সিরিজ বা সিনেমা দেখে ফেলা হয়।

তারপর ইচ্ছে হলে একটু নেটফ্লিক্স দেখার অজুহাত খুঁজে পাওয়া। পছন্দের বাকেট লিস্ট থেকে বেছে এনে একটা সিরিজ বা সিনেমা দেখে ফেলা হয়।

4 / 6
এরপর প্ল্যান করে দুপুরে একটু বিরিয়ানি না খেলে রবিবারটা যেন ফাঁকা থেকে যায়। লাঞ্চে হোক বা ডিনারে, বিরিয়ানিটা রবিবার খেতেই হবে।

এরপর প্ল্যান করে দুপুরে একটু বিরিয়ানি না খেলে রবিবারটা যেন ফাঁকা থেকে যায়। লাঞ্চে হোক বা ডিনারে, বিরিয়ানিটা রবিবার খেতেই হবে।

5 / 6
তারপর প্রিয়জনের সঙ্গে একটু ভিক্টোরিয়া বা অন্যান্য ঘোরার জায়গা চট করে ঘুরে আসা যায়। কারণ, সারা সপ্তাহে আপনি আপনার প্রিয়জনকে সময় দিতে পারেন না।

তারপর প্রিয়জনের সঙ্গে একটু ভিক্টোরিয়া বা অন্যান্য ঘোরার জায়গা চট করে ঘুরে আসা যায়। কারণ, সারা সপ্তাহে আপনি আপনার প্রিয়জনকে সময় দিতে পারেন না।

6 / 6
এবার একটা ম্যাটিনি শো দেখার পালা। পছন্দের সিনেমা প্রিয়জনের সঙ্গে দেখে নিলেই আপনার রবিবারের প্ল্যান মোটামুটি সর্টেড।

এবার একটা ম্যাটিনি শো দেখার পালা। পছন্দের সিনেমা প্রিয়জনের সঙ্গে দেখে নিলেই আপনার রবিবারের প্ল্যান মোটামুটি সর্টেড।

Next Photo Gallery
Recipe: বাংলাদেশের এই রেসিপি ইলিশের স্বাদকে আরও বাড়িয়ে তুলতে পারে, দেখে নিন কীভাবে বাড়িতে তৈরি করবেন এই ডিশ…
Kali Puja 2021: এই ৩ গ্রামে হয়না কোনও কালীপুজো, জানুন ডাকাত কালীর ইতিহাস