Saif Ali Khan: ৫২ বছরে এসে সন্তানদের কাছ থেকে কোন তিন শিক্ষা পেলেন সইফ?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 24, 2022 | 3:49 PM

Bollywood Gossip: সম্প্রতি জানালেন তিনি, তাঁর ছোট্ট সন্তানদের কাছ থেকে তিনি এখন ৫২ বছর বয়সে এসে এমন কিছু জিনিস শিখছেন, যা তিনি সেই সময় ভাবতেই পারতেন না।

1 / 5
সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।

সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।

2 / 5
সম্প্রতি জানালেন তিনি, তাঁর ছোট্ট সন্তানদের কাছ থেকে তিনি এখন ৫২ বছর বয়সে এসে এমন কিছু জিনিস শিখছেন, যা তিনি সেই সময় ভাবতেই পারতেন না। মোট চার সন্তানের পিতা তিনি।

সম্প্রতি জানালেন তিনি, তাঁর ছোট্ট সন্তানদের কাছ থেকে তিনি এখন ৫২ বছর বয়সে এসে এমন কিছু জিনিস শিখছেন, যা তিনি সেই সময় ভাবতেই পারতেন না। মোট চার সন্তানের পিতা তিনি।

3 / 5
সারা আলি খান প্রসঙ্গে তিনি জানান, সারা ভীষণ সাধারণ একটা মেয়ে। কোনও বিষয়ের মাঝেই নিজের ইগো-কে আসতে দেন না। খুব সহজভাবে থাকতে পছন্দ করেন তিনি। কথা বলে সমস্যার সমাধানও করে থাকেন।

সারা আলি খান প্রসঙ্গে তিনি জানান, সারা ভীষণ সাধারণ একটা মেয়ে। কোনও বিষয়ের মাঝেই নিজের ইগো-কে আসতে দেন না। খুব সহজভাবে থাকতে পছন্দ করেন তিনি। কথা বলে সমস্যার সমাধানও করে থাকেন।

4 / 5
ইব্রাহিমের থেকে তিনি শিখেছেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। ইব্রাহিম জীবনে খুব বেশি চাপ নেন না। নিজের মতো করে সময় করে নিয়ে শান্তি ও স্বস্তিতে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।

ইব্রাহিমের থেকে তিনি শিখেছেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। ইব্রাহিম জীবনে খুব বেশি চাপ নেন না। নিজের মতো করে সময় করে নিয়ে শান্তি ও স্বস্তিতে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।

5 / 5
তৈমুরের ক্ষেত্রে বিষয়টা আরও অবাক করা। যে বয়সে শিশুরা সব থেকে বেশি বাইরের খাবার খেতে পছন্দ করে, সেই বয়সে এসে তৈমুর, বাবাকে উপদেশ দিয়ে থাকেন যে জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়।

তৈমুরের ক্ষেত্রে বিষয়টা আরও অবাক করা। যে বয়সে শিশুরা সব থেকে বেশি বাইরের খাবার খেতে পছন্দ করে, সেই বয়সে এসে তৈমুর, বাবাকে উপদেশ দিয়ে থাকেন যে জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়।

Next Photo Gallery