শান্তি চাইছেন! তাহলে বেডরুমে ভুলেও এমন রঙ লাগাবেন না

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 24, 2024 | 5:29 PM

বাস্তু অনুযায়ী, ঘরের রং নির্বাচন করার সময় বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। বাস্তুমতে, ঘরে কোন ধরনের রঙ করা উচিত?

1 / 8
বর্তমানে বাড়ি বা ফ্ল্যাট তৈরি করতে হলে অনেকেই বাস্তু মেনে সব কিছু তৈরি করার চেষ্টা করেন। সমাজমাধ্যমের যুগে বাস্তু বিচারের অনেক টিপসই সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যায়।

বর্তমানে বাড়ি বা ফ্ল্যাট তৈরি করতে হলে অনেকেই বাস্তু মেনে সব কিছু তৈরি করার চেষ্টা করেন। সমাজমাধ্যমের যুগে বাস্তু বিচারের অনেক টিপসই সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যায়।

2 / 8
কেউ কেউ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন। কেউ আবার করেন না। তবে যাঁরা বাস্তুতে বিশ্বাস করেন তাঁরা সে ক্ষেত্রে সব নিয়ম মেনেই নিজেদের ঘর সাজানোর চেষ্টা করেন।

কেউ কেউ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন। কেউ আবার করেন না। তবে যাঁরা বাস্তুতে বিশ্বাস করেন তাঁরা সে ক্ষেত্রে সব নিয়ম মেনেই নিজেদের ঘর সাজানোর চেষ্টা করেন।

3 / 8
জানেন কি বাস্তু অনুযায়ী ঘরের রং নির্বাচন করতে হয়। তাতে মিলতে পারে সুফলও।

জানেন কি বাস্তু অনুযায়ী ঘরের রং নির্বাচন করতে হয়। তাতে মিলতে পারে সুফলও।

4 / 8
বাড়ি যদি উত্তরমুখী হয় তাহলে তা সবুজ বা নীল রঙের হলে শুভ। এই রঙের বাড়ি সমৃদ্ধি এবং বৃদ্ধির আমন্ত্রণ জানায়।

বাড়ি যদি উত্তরমুখী হয় তাহলে তা সবুজ বা নীল রঙের হলে শুভ। এই রঙের বাড়ি সমৃদ্ধি এবং বৃদ্ধির আমন্ত্রণ জানায়।

5 / 8
বাড়ি পূর্বমুখী হলে কী ধরনের রঙ করবেন? সাদা এবং প্যাস্টেল শেডের বাড়ি ইতিবাচক বার্তা দেয়।

বাড়ি পূর্বমুখী হলে কী ধরনের রঙ করবেন? সাদা এবং প্যাস্টেল শেডের বাড়ি ইতিবাচক বার্তা দেয়।

6 / 8
বাইরের ঘরের দেওয়াল নীল রঙের তা ভাল বলে মনে করা হয়। এটি বাড়িতে প্রশান্তি, সমৃদ্ধি বজায় রাখে।

বাইরের ঘরের দেওয়াল নীল রঙের তা ভাল বলে মনে করা হয়। এটি বাড়িতে প্রশান্তি, সমৃদ্ধি বজায় রাখে।

7 / 8
বসার ঘরে কী ধরনের রঙ করবেন? সাদা বা ক্রিম হালকা রঙ বেছে নেওয়াই ভাল এ ক্ষেত্রে।

বসার ঘরে কী ধরনের রঙ করবেন? সাদা বা ক্রিম হালকা রঙ বেছে নেওয়াই ভাল এ ক্ষেত্রে।

8 / 8
নিজের বেডরুমে হালকা নীল বা সবুজ, ল্যাভেন্ডার রঙ করতে পারেন। তবে উজ্জ্বল এবং গাঢ় রঙ এড়িয়ে চলবেন সব সময়।

নিজের বেডরুমে হালকা নীল বা সবুজ, ল্যাভেন্ডার রঙ করতে পারেন। তবে উজ্জ্বল এবং গাঢ় রঙ এড়িয়ে চলবেন সব সময়।

Next Photo Gallery