Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lord Shiva Blessings: শ্রাবণ সোমে শিবকে তুষ্ট করতে জলাভিষেক করুন এই ফলের রস দিয়ে! সব সমস্যার সমাধান পান ঠিক এভাবে

Sawan somwar 2024: শ্রাবণ মাসে সোমবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বাস করা হয় যে প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার দিন। সোমবারকে ভোলেনাথের দিন বলা হয়, তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করা শুভ। ভোলেনাথকে তুষ্ট করতে ও তাঁর আশীর্বাদ পেতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি কী কী, তা রইল নিম্নলিখিত...

| Updated on: Jul 22, 2024 | 6:10 PM
শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভোলেবাবার আরাধনা। রবিবার ছিল গুরু পূর্ণিমা। তারপরের দিন ,সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের আরাধনার প্রথম ও সেরা দিন। ধর্ম ও শাস্ত্র মতে, শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। 

শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভোলেবাবার আরাধনা। রবিবার ছিল গুরু পূর্ণিমা। তারপরের দিন ,সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের আরাধনার প্রথম ও সেরা দিন। ধর্ম ও শাস্ত্র মতে, শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। 

1 / 8
কথিত আছে, এদিন বি্শেষ আচার মেনে ভোলেবাবার আরাধনা করা হলে মহাদিদেব সব ভক্তের মনস্কামনা পূরণ করেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করাও শুভ। সেই সঙ্গে ভোলেনাথকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে বেশ কিছু নিয়ম মাথায় রাখা দরকার। 

কথিত আছে, এদিন বি্শেষ আচার মেনে ভোলেবাবার আরাধনা করা হলে মহাদিদেব সব ভক্তের মনস্কামনা পূরণ করেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করাও শুভ। সেই সঙ্গে ভোলেনাথকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে বেশ কিছু নিয়ম মাথায় রাখা দরকার। 

2 / 8
জ্যোতিষীর মতে, সারাবছর ধনসম্পদে ভরপুর থাকতে শ্রাবণের সোমবার মহাদেব ও দেবী পার্বতীর সামনে কেশর মেশানো ক্ষীর নিবেদন করা যেতে পারে। বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাও শুভ। এই প্রতিকার মেনে চললে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। জীবনে কখনও অর্থের অভাব হবে না আপনার। 

জ্যোতিষীর মতে, সারাবছর ধনসম্পদে ভরপুর থাকতে শ্রাবণের সোমবার মহাদেব ও দেবী পার্বতীর সামনে কেশর মেশানো ক্ষীর নিবেদন করা যেতে পারে। বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাও শুভ। এই প্রতিকার মেনে চললে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। জীবনে কখনও অর্থের অভাব হবে না আপনার। 

3 / 8
রোগভোগ ও মানসিক চিন্তা থেকে চিরতরে মুক্তি পেতে শ্রাবণ মাসে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে। গোটা শ্রাবণ মাসেই এই প্রতিকার মেনে চলতে পারেন। ফল পাবেন চারগুণ দ্রুত গতিতে। 

রোগভোগ ও মানসিক চিন্তা থেকে চিরতরে মুক্তি পেতে শ্রাবণ মাসে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে। গোটা শ্রাবণ মাসেই এই প্রতিকার মেনে চলতে পারেন। ফল পাবেন চারগুণ দ্রুত গতিতে। 

4 / 8
ভোলেনাথকে তুষ্ট করলে বৈবাহিক জীবনে রোম্যান্স ও সম্পর্ক থাকে অটুট। বিবাহিত জীবনকে মজবুত করতে স্বামী ও স্ত্রীর উচিত গোটা শ্রাবণ মাসের সমস্ত সোমবারে পঞ্চামৃত দিয়ে ভগবান শিব ও দেবী পার্বতীর অভিষেক করা।

ভোলেনাথকে তুষ্ট করলে বৈবাহিক জীবনে রোম্যান্স ও সম্পর্ক থাকে অটুট। বিবাহিত জীবনকে মজবুত করতে স্বামী ও স্ত্রীর উচিত গোটা শ্রাবণ মাসের সমস্ত সোমবারে পঞ্চামৃত দিয়ে ভগবান শিব ও দেবী পার্বতীর অভিষেক করা।

5 / 8
বিবাহ পাকা হয়ে কেটে যাচ্ছে? বিয়ের বয়স হলেও তা পিছিয়ে যাচ্ছে কী? এমনটা হলে শ্রাবণ মাসের সব সোমবার উপবাস পালন করা উচিত। জলভর্তি কলসিতে অল্পমাত্রায় গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। এমনটা মেনে চললে বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পায়।

বিবাহ পাকা হয়ে কেটে যাচ্ছে? বিয়ের বয়স হলেও তা পিছিয়ে যাচ্ছে কী? এমনটা হলে শ্রাবণ মাসের সব সোমবার উপবাস পালন করা উচিত। জলভর্তি কলসিতে অল্পমাত্রায় গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। এমনটা মেনে চললে বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পায়।

6 / 8
চাকরি ও ব্যবসায় উন্নতির জন্যও রয়েছে বিশেষ প্রতিকার। জ্যোতিষীর মতে, শ্রাবণ মাস জুড়ে ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনা করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবী পার্বতীকে রুপোর পায়ের পাতা উৎসর্গ করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই প্রক্রিয়া করে ব্যবসায় প্রচুর লাভ আনতে পারেন।

চাকরি ও ব্যবসায় উন্নতির জন্যও রয়েছে বিশেষ প্রতিকার। জ্যোতিষীর মতে, শ্রাবণ মাস জুড়ে ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনা করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবী পার্বতীকে রুপোর পায়ের পাতা উৎসর্গ করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই প্রক্রিয়া করে ব্যবসায় প্রচুর লাভ আনতে পারেন।

7 / 8
চাকরি পাওয়ার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য প্রতি শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে ১১টি গোটা বেলপত্রে মধু নিবেদন করতে পারেন। ফল পাবেন হাতেনাতে। 

চাকরি পাওয়ার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য প্রতি শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে ১১টি গোটা বেলপত্রে মধু নিবেদন করতে পারেন। ফল পাবেন হাতেনাতে। 

8 / 8
Follow Us: