
মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া যুব অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন পিকে। ২০০৪ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেও ২০০৮ সালে ফিরে আসেন কাতালান রাজধানীতে। এরপর বার্সার হয়ে একের পর এখ সাফল্য ধরা দিয়েছে পিকে ঝুলিতে। (ছবি:টুইটার)

২৫ বছরের বার্সেলোনার কেরিয়ারে আটবার লা লিগা খেতাব জিতেছেন। ২০০৮-০৯,২০০৯-১০,২০১০-১১,২০১২-১৩,২০১২-১৫,২০১৫-১৬, ২০১৭-১৮,২০১৮-১৯।(ছবি:টুইটার)

কোপা দেল রে খেতাব জিতেছেন সাতবার। সময়গুলি হল-- ২০০৮-০৯,২০১১-১২,২০১৪-১৫,২০১৫-১৬,২০১৬-১৭,২০১৭-১৮, ২০২০-২১।(ছবি:টুইটার)

চলতি বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে বার্সেলোনা। তবে অতীতে বার্সার হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন পিকে। ২০০৮-০৯,২০১০-১১ এবং ২০১৪-১৫। (ছবি:টুইটার)

বার্সার হয়ে পিকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনবার। এছাড়া উয়েফা সুপার কাপ ৩ বার এবং ছয়বার সুপারকোপা জয়ী খেলোয়াড় তিনি। (ছবি:টুইটার)