TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 03, 2022 | 3:53 PM
কথায় বলে ভবিষ্যত কে দেখেছে! আমরা যদি ভবিষ্যত জানতে পারতাম, তাহলে হয়তো প্রতিটা পদক্ষেপে আমরা নিজেদের অনেক বেশি সংযত করে ফেলতাম, ঠিক তেমনটাই ঘটে কাজলের সঙ্গে।
তিনি কি আর বুঝেছিলেন, এক সময় যাঁর প্রতি এতটা তিক্তটা তিনি প্রকাশ করবেন তিনিই আবার একসময় তাঁর ভালবাসার মানুষ হয়ে উঠবেন। তিনি হলেন অজয় দেবগণ।
প্রথম সেটে এসেই তাঁকে দেখে অবাক কাজল। তখনও তিনি জানতেন না তাঁর ছবির অভিনেতা কে! লক্ষ্য করেছিলেন কোণে একজন বসে আছেন। তাঁকে দেখেই মেজাজ হারান তিনি।
তা বলে সেটে বসে ইনি কে! চিমনির মত স্মোক করে যাচ্ছে, কোনও ব্যক্তিত্ব নেই, কারুর সঙ্গে কথা বলছে না, মিশছে না! তার কিছুক্ষণের মধ্যে তিনি জানতে পারেন, যে তিনি হলেন তাঁর ছবির অভিনেতা।
মুহূর্তে অবাক হয়ে গিয়েছিলেন কাজল। এরপর সেটে শুরু হয় অল্প বিস্তর কথা বলা, একে অন্যকে চিনতে শুরু করেন। হয়ে ওঠেন ভাল বন্ধু, বাড়ে সম্পর্কের প্রতি আস্থা।
যদিও পরবর্তীতে অনেক ঝড় বয়ে গিয়েছে সংসারের ওপর দিয়ে। কোথাও গিয়ে যেন ভরসা-বিশ্বাসের বুনিয়াদেই সম্পর্ক আজও অটুট এই জুটির।