Bollywood Secret Affair: পরকীয়ায় ভাঙে সিদ্ধার্থ-আলিয়ার প্রেম! যে অভিনেত্রীর বিরুদ্ধে ওঠে অভিযোগ তাঁর জীবন আজ দুর্বিষহ
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 01, 2022 | 7:45 AM
Sidharth Malhotra and Alia Bhatt: মিষ্টি প্রেম ছিল তাঁদের। প্রেমের মেয়াদ ছিল বড়ই অল্প। তবে বলিউডের অনেকেরই পছন্দের জুটি ছিলেন তাঁরা। এ হেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম ভেঙে যায় হঠাৎই। ওঠে পরকীয়ার অভিযোগ।
1 / 5
মিষ্টি প্রেম ছিল তাঁদের। প্রেমের মেয়াদ ছিল বড়ই অল্প। তবে বলিউডের অনেকেরই পছন্দের জুটি ছিলেন তাঁরা। এ হেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম ভেঙে যায় হঠাৎই। ওঠে পরকীয়ার অভিযোগ।
2 / 5
শোনা যায় সিদ্ধার্থ নাকি জড়িয়ে পড়েন তাঁর এক সহ অভিনেত্রীর সঙ্গে। যা নাকি আলিয়া ভাট কিছুতেই মেনে নিতে পারেননি। তাঁর প্রথম ছবির হিরো, তাঁর ভাল বন্ধু যে এমন কিছু করতে পারেন নাকি বিশ্বাসই হয়নি তাঁর।
3 / 5
কে সেই অভিনেত্রী? তিনি হলেন জ্যাকলিন ফার্নান্দেজ। বর্তমানে সুকেশ চন্দ্রশেখর মামলায় যার জীবন দুর্বিষহ। ইতিমধ্যেই ইডি জেরা করেছে তাঁকে। সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবিও হয়েছিল ভাইরাল।
4 / 5
প্রযোজকরা এই মুহূর্তে জ্যাকলিনকে দেখলে নাকি এড়িয়ে যাচ্ছেন। বেশ কিছু ছবিও তাঁর হাতছাড়া হয়েছে বলেই খবর। শোনা যায়, 'অ্যা জেন্টলম্যান' ছবিতে অভিনয় করার সময়েই নাকি সিদ্ধার্থের কাছাকাছি আসেন জ্যাকলিন। যদিও দুজনে কোনওদিনও এই সম্পর্কের সত্যতা স্বীকার করেননি।
5 / 5
বর্তমানে কিয়ারা আডবাণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে আলিয়া ভাটও রণবীর কাপুরকে বিয়ে করে সুখের সংসার করছেন। বলিউডে কত সম্পর্কই ভাঙে, কতই বা গড়ে প্রতিদিন। কিছু জিনিস প্রকাশ্যে আসে আবার কিছু থেকে যায় অন্তরালেই।