WhatsApp-এ GIF পাঠিয়ে ফোন হ্যাক করছে জালিয়াতরা, ক্লিক করলেই সর্বনাশ! অবিলম্বে এই সেটিং বন্ধ করুন
TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়
Jan 08, 2023 | 10:17 AM
WhatsApp Latest Scam: হোয়াটসঅ্যাপে ফিশিং লিঙ্কের পরিবর্তে এখন GIF পাঠিয়ে সাধারণ মানুষের ফোন হ্যাক করছে স্ক্যামাররা। এমন একটা সেটিং হোয়াটসঅ্যাপে রয়েছে, যা করলেই আপনি এই হ্যাকিং থেকে বাঁচতে পারবেন। জেনে নিন।
1 / 7
সাধারণ মানুষের গোপনীয় তথ্য হাতিয়ে তাঁকে সর্বস্বান্ত করার নানাবিধ পন্থা নিয়ে হাজির হয় হ্যাকাররা। কখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনার ফোনে হানা, কখনও বা কল করে, এমনকি মেসেজ পাঠিয়েও আপনার ফোনে আসন গেড়ে বসে সাইবার জালিয়াতরা। তবে, WhatsApp এতদিন হ্যাকার-হানা থেকে কিছুটা হলেও মুক্ত ছিল। কিন্তু সাম্প্রতিকতম একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এবার WhatsApp থেকেও মানুষের ফোনে ঢুকে পড়ছে হ্যাকাররা। কে কী করছেন, কোথায় টাকা পাঠাচ্ছেন, গোপনীয় আর যা কিছু— সবই দেখছে প্রতারকরা।
2 / 7
WhatsApp হ্যাক করে সাধারণ মানুষের ডেটা ও টাকা গায়েব করতে অভিনব এক পন্থা নিয়ে হাজির হয়েছে হ্যাকাররা। জালিয়াতদের সেই নতুন পদ্ধতি হল GIF-এর মাধ্যমে WhatsApp হ্যাক করা। সাধারণ মানুষকে টার্গেট করতে সাধারণত ফিশিং লিঙ্ক ব্যবহার করে হ্যাকাররা। কিন্তু, এখন হ্যাকিংয়ের জন্য GIF ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজেই হ্যাকাররা প্রবেশ করছে আপনার ফোনে।
3 / 7
আপনি নিশ্চয়ই এতদিন WhatsApp ব্যবহার করতেন নিশ্চিন্তে। এখন কিন্তু আর এমনটা করলে চলবে না। যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাকে। কারণ, হোয়াটসঅ্যাপও এখন যথেষ্ট পরিমাণে হ্যাকড্ হচ্ছে। এখন WhatsApp-এর এমন একটা সেটিং বন্ধ করে রাখতে হবে, যা আপনাকে হ্যাকারের আক্রমণ থেকে বাঁচাতে পারবে। কীভাবে এই GIF ফিশিং হ্যাকিং থেকে আপনি রক্ষা পাবেন, জেনে নিন।
4 / 7
এতদিন হ্যাকাররা যেখানে ফিশিং লিঙ্ক পাঠিয়ে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসে হানা দিত, তার পরিবর্তে তারা এখন GIF ছবি ব্যবহার করছে। এর নাম দেওয়া হয়েছে GIFShell। গত বছর পর্যন্ত নানাবিধ কড়াকড়ির কারণে হোয়াটসঅ্যাপে ফিশিং লিঙ্কের অভাব ছিল। তাই, এখন হ্যাকাররা ব্যবহারকারীদের কাছে GIF ছবি পাঠায়। আর সেই ছবি আপনি ক্লিক করলেই আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারের হাতে।
5 / 7
ঠিক এভাবেই GIF ছবি আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। আপনি ভাবছেন এই GIF হয়তো WhatsApp-এর। কিন্তু না, আদতে তা তৈরি করেছে হ্যাকাররাই। যদিও, হোয়াটসঅ্যাপে এমন একটা সেটিং রয়েছে, যা আপনি চালু করে রাখলে যতই GIF আসুক না কেন, হ্যাকার আপনার কিসসু করতে পারবে না।
6 / 7
অনেক ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ মিডিয়া তাঁদের ফোনে অটো-ডাউনলোড হয়ে যায়। আপনি যদি এই সেটিংটি বন্ধ না করেন, তাহলে আপনার ফোনে সব ধরনের ফাইল স্বয়ংক্রিয় ভাবেই ডাউনলোড হয়ে যাবে। এটি ফটো থেকে বিভিন্ন ডকুমেন্ট পর্যন্ত প্রতিটি ফাইল ডাউনলোড করে নেয়। ব্যবহারকারীরা অবিলম্বে এই সেটিং বন্ধ করলে অনেকটাই নিরাপদে থাকতে পারবেন।
7 / 7
এই সেটিংটি বন্ধ করতে আপনাকে WhatsApp Settings বন্ধ করতে হবে। সেখানে গেলে আপনি স্টোরেজ অ্যান্ড ডেটা নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করুন। এবার আপনাকে অটোমেটিক মিডিয়া ডাউনলোডের অপশনটি দেখানো হবে। সেটি বন্ধ করে দিন। তারপরে আপনার ফোনে ছবি, ভিডিয়ো, বা GIF সহ যে ফাইলই আসুক না কেন, আপনি ডাউনলোড করতে না চাইলে সেগুলি আর কিছুতেই ডাউনলোড হবে না।