TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 13, 2023 | 5:28 PM
বিশ্ব সুন্দরী বলে কথা, বলিউডের অন্দরমহলে ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে কম জল্পনা তুঙ্গে ছিল না। তবুও তাঁর মেন জায়গা করে নিয়েছিলেন অভিষেক বচ্চন।
গুরু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। এই জুটির তখনও বিয়ে হয়নি। গুরুর সেটে প্রেমপর্ব তুঙ্গে। মাঝে মধ্যেই সেটে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
ছবির সেট থেকেই ছড়িয়ে গিয়েছিল তাঁদের প্রেমের কাহিনি। বিদেশে গিয়ে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিষেক বচ্চন। যাতে সম্মতি জানিয়েছিলেন ঐশ্বর্য। তারপরই বাজে বিয়ের সানাই।
তবে প্রথম বিয়ে কি তিনি অভিষেককেই করেছিলেন? না, জল্পনা শোনা গিয়েছিল, তিনি বিয়ে করেছিলেন নাকি গাছকে। এই প্রশ্ন বারে বারে শুনতে হয়েছিল ঐশ্বর্যকে।
শেষে তিনি বিরক্ত হয়ে একবার মুখ খোলেন। জানিয়েছিলেন, তিনি বিদেশ সফরে গিয়েও এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। যদিও এই প্রশ্ন অপ্রয়োজনীয়। এমন কিছুই হয়নি বলে দাবি করেন তিনি।
এক সাক্ষাৎকারে বলেছিলেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি ভেবেছিলাম, এটা সত্যি অপ্রয়োজনীয়। একটা সময়ের পর বচ্চন পরিবার স্থির করেছিল এই নিয়ে মুখ খুলবে।
যদিও ঐশ্বর্য-অভিষেক বলিউডের অন্যতম জুটি, এই সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা বর্তমান। কখনও উঠে আসে সম্পর্কের ভাঙনের খবর। কখনও আবার সামনে উঠে আসতে দেখা যায় রোম্যান্সের রসায়ন।