অমিতাভ বচ্চন মানেই একের পর এক হিট ছবি, তাঁর পর্দায় জীবন ঠিক যতটা রঙিন ছিল, বাস্তবের জীবনও ঠিক ততই ছিল গসিপে ভরপুর, বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর প্রেমকাহিনি।
বারে বারে সামনে উঠে এসেছে পরকীয়ার নানা গল্প। তবে রেখা ছাড়াও কি তিনি অন্য কারুর প্রেমে পিছলে ছিলেন! সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তেমনই গল্প ধরা দিল। রেখার বায়োপিক অনুযায়ী অমিতাভের হাতে চড় খাওয়ার গল্প বাস্তব।
ঠিক কী ঘটেছিল! বলিউড বিগ বির কাছে এসে তাঁকে কি মন না দিয়ে থাকা যায়। ঠিক এমনটাই ঘটেছিল এক ইরানি ডান্সারের সঙ্গে। যার সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন অমিতাভ বচ্চন।
এই খবর পৌঁছে গিয়েছিল রেখার কানে। মুহূর্তে তিনি প্রতিবাদ করেন, ছুঁটে চলে আসে শুটিং সেটে, সকলের সামনে তিনি অমিতাভকে প্রশ্ন করা শুরু করে। প্রাথমিক পর্যায় তা কেবল প্রশ্ন থাকলেও পরবর্তীতে তা অন্যরূপ নেয়।
এরপরই মেজাজ হারিয়ে ফেলেন অমিতাভ বচ্চন। সপাটে রেখার গালে একের পর এক চড় মারতে থাকেন, এক বা দুই নয়, টানা সাত চড় সেদিন অমিতাভের হাত থেকে খেয়েছিলেন রেখা।
এই খবর আবারও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে অমিতাভের ওপর এভাবেই হুকুম চলত রেখার। যদিও এরপর তাঁদের মধ্যে কথা বেশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল।