Relationship Gossip: হাটে হাঁড়ি ভাঙে যখন কাছের মানুষ, সেলেবদের গোপন সম্পর্কের খবর মুহূর্তে ফাঁস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 29, 2022 | 4:35 PM

Relationship: জল্পনা নয়, যখন কাছের বন্ধুই দর্শকদের সামনে গোপন সম্পর্কের কথা ফাঁস করে অস্বস্তিতে ফেলেছিলেন সেলেবদের।

1 / 5
বরুণ ধাওয়ান সম্প্রতি প্রকাশ্যে আনেন এক চাঞ্চল্যকর খবর। কৃতি স্যানন নাকি বর্তমানে প্রভাসের সঙ্গে বেজায় ঘনিষ্ঠ। যদিও সরাসরি নাম না নিলেও ইঙ্গিতে তিনি স্পষ্টই প্রভাসের কথা জানান।

বরুণ ধাওয়ান সম্প্রতি প্রকাশ্যে আনেন এক চাঞ্চল্যকর খবর। কৃতি স্যানন নাকি বর্তমানে প্রভাসের সঙ্গে বেজায় ঘনিষ্ঠ। যদিও সরাসরি নাম না নিলেও ইঙ্গিতে তিনি স্পষ্টই প্রভাসের কথা জানান।

2 / 5
কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের বিচ্ছেদের খবরও সামনে এনেছিলেন প্রথম করণ জোহরই। তাঁর ইঙ্গিতও ছিল স্পষ্ট, কেন বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি?

কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের বিচ্ছেদের খবরও সামনে এনেছিলেন প্রথম করণ জোহরই। তাঁর ইঙ্গিতও ছিল স্পষ্ট, কেন বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি?

3 / 5
সারা আলি খান প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন যে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা বর্তমানে ডেটিং করছেন। যদিও তিনি একা নন, জাহ্নবী কাপুরও দিয়েছিলেন হিন্ট।

সারা আলি খান প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন যে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা বর্তমানে ডেটিং করছেন। যদিও তিনি একা নন, জাহ্নবী কাপুরও দিয়েছিলেন হিন্ট।

4 / 5
রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফের সম্পর্কের খবর খুব একটা খবরের শিরোনামে প্রথমে আসেনি। সেই সময় করিনা কাপুর জানিয়েছিলেন রণবীরের মনে ক্যাট জায়গা করে নিয়েছে।

রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফের সম্পর্কের খবর খুব একটা খবরের শিরোনামে প্রথমে আসেনি। সেই সময় করিনা কাপুর জানিয়েছিলেন রণবীরের মনে ক্যাট জায়গা করে নিয়েছে।

5 / 5
Relationship Gossip: হাটে হাঁড়ি ভাঙে যখন কাছের মানুষ, সেলেবদের গোপন সম্পর্কের খবর মুহূর্তে ফাঁস

Next Photo Gallery