TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 29, 2022 | 4:35 PM
বরুণ ধাওয়ান সম্প্রতি প্রকাশ্যে আনেন এক চাঞ্চল্যকর খবর। কৃতি স্যানন নাকি বর্তমানে প্রভাসের সঙ্গে বেজায় ঘনিষ্ঠ। যদিও সরাসরি নাম না নিলেও ইঙ্গিতে তিনি স্পষ্টই প্রভাসের কথা জানান।
কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের বিচ্ছেদের খবরও সামনে এনেছিলেন প্রথম করণ জোহরই। তাঁর ইঙ্গিতও ছিল স্পষ্ট, কেন বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি?
সারা আলি খান প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন যে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা বর্তমানে ডেটিং করছেন। যদিও তিনি একা নন, জাহ্নবী কাপুরও দিয়েছিলেন হিন্ট।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফের সম্পর্কের খবর খুব একটা খবরের শিরোনামে প্রথমে আসেনি। সেই সময় করিনা কাপুর জানিয়েছিলেন রণবীরের মনে ক্যাট জায়গা করে নিয়েছে।