সলমন খানের সঙ্গে করিনা কাপুর খানের সম্পর্ক খারাপ নয়। দুজনেই একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে জানেন কি কেরিয়ারের শুরুতে প্রকাশ্যেই সলমনকে তুলোধনা করেছিলেন করিনা কাপুর। সলমনকে পছন্দ করেন না, তিনি খারাপ অভিনেতা ইত্যাদি নানা কথা বলেছিলেন এক সাক্ষাৎকারে। অন্যদিকে শাহরুখের প্রশংসা করেছিলেন রাখঢাক না করেই। কী হয়েছিল এরপর? কীই বা বলেছিলেন তিনি?
সলমন সম্পর্কে করিনা সাফ বলেন, তিনি একেবারেই সলমন ভক্ত নন। বলেন সলমন নাকি খুব খারাপ অভিনেতা। যদিও আমির বা শাহরুখ সম্পর্কে একেবারে অন্য রকম রিপোর্ট কার্ড দিয়েছিলেন 'পু'।
আমির সম্পর্কে তাঁর বক্তব্য ছিল তিনি ভাল। 'হাম হ্যায় রাহি প্যায়ার কে', 'কয়ামত সে কয়ামত তাক'-এ আমিরকে বেশ পছন্দ হয়েছে তাঁর। শাহরুখের বলতে গিয়েই প্রশংসায় কার্যত ভেঙে পড়েন তিনি।
তিনি বলেন, "আমি শাহরুখ খানের ভক্ত। আমি ওকে ভালবাসি ওর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা কোরো না। যদি আমি শুরু করি তবে বলা শেষ হবে না।" এখানেই না থেমে তিনি আরও যোগ করেন...
করিনা বলেন, "বলিউডে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান এই দুইজন অভিনেতাকেই আমি শ্রদ্ধা করি। শাহরুখের মধ্যে এমন কিছু রয়েছে যাতে প্রতিটা মেয়েরই সাধ জাগে বাবা-মায়ের সঙ্গে তাঁর আলাপ করাবে।"
করিনার এই কথা শুনে সলমন কোনও প্রতিক্রিয়া দেননি। তবে শোনা যায় ব্যাপারটা তিনি ভাল ভাবে নেননি মোটেও। তবে কখনওই জনসমক্ষে এ নিয়ে মুখ খোলেননি তিনি। মুখ খোলেননি শাহরুখও।