Katrina-Alia: ব্যথায় কাতরাচ্ছিলেন আলিয়া, সব দেখেও এতটুকু মন গলেনি ক্যাটরিনার, কী ঘটেছিল সেদিন?

Katrina-Alia: সারা গায়ে অসহ্য ব্যথা, চোখ ফেটে রীতিমতো বের হয়ে আসছে কান্না। তবু মন গলছে না ক্যাটরিনা কাইফের। আলিয়া ভাটকে এমতাবস্থায় দেখেও তিনি চুপ। কী হয়েছিল সেদিন?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2022 | 8:15 AM

1 / 5
সারা গায়ে অসহ্য ব্যথা, চোখ ফেটে রীতিমতো বের হয়ে আসছে কান্না। তবু মন গলছে না ক্যাটরিনা কাইফের। আলিয়া ভাটকে এমতাবস্থায় দেখেও তিনি চুপ। কী হয়েছিল সেদিন?

সারা গায়ে অসহ্য ব্যথা, চোখ ফেটে রীতিমতো বের হয়ে আসছে কান্না। তবু মন গলছে না ক্যাটরিনা কাইফের। আলিয়া ভাটকে এমতাবস্থায় দেখেও তিনি চুপ। কী হয়েছিল সেদিন?

2 / 5
ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। এক সময় তাঁরা দাবি করতেন, তাঁরা নাকি বেস্ট ফেন্ড!একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখাও যেত তাঁদের। 'বিএফএফ' লিখে ছবি পোস্ট করতে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। এক সময় তাঁরা দাবি করতেন, তাঁরা নাকি বেস্ট ফেন্ড!একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখাও যেত তাঁদের। 'বিএফএফ' লিখে ছবি পোস্ট করতে সোশ্যাল মিডিয়ায়।

3 / 5
ক্যাটরিনা বরাবরই স্বাস্থ্য সচেতন, আলিয়া নন। তাই আলিয়াকে ফিট বানাতে একদা ক্যাটরিনাই হয়ে উঠেছিলেন ট্রেনার। ক্যাটরিনা তাঁকে ৩০০টি স্কোয়াট করার নির্দেশ দেন।

ক্যাটরিনা বরাবরই স্বাস্থ্য সচেতন, আলিয়া নন। তাই আলিয়াকে ফিট বানাতে একদা ক্যাটরিনাই হয়ে উঠেছিলেন ট্রেনার। ক্যাটরিনা তাঁকে ৩০০টি স্কোয়াট করার নির্দেশ দেন।

4 / 5
আলিয়াও সেই নির্দেশ অনুসরণ করা শুরু করলেন ১০০ অতিক্রম হতেই অবস্থা খারাপ হতে শুরু করে আলিয়ার। তিনি ব্যথায় চিৎকার করতে শুরু করেন, রীতিমতো জুড়ে দেন কান্নাও। কিন্তু ক্যাটরিনা এতটাই কড়া যে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে সবটা দেখলেও একবারও আলিয়াকে থামতে বলেননি তিনি।

আলিয়াও সেই নির্দেশ অনুসরণ করা শুরু করলেন ১০০ অতিক্রম হতেই অবস্থা খারাপ হতে শুরু করে আলিয়ার। তিনি ব্যথায় চিৎকার করতে শুরু করেন, রীতিমতো জুড়ে দেন কান্নাও। কিন্তু ক্যাটরিনা এতটাই কড়া যে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে সবটা দেখলেও একবারও আলিয়াকে থামতে বলেননি তিনি।

5 / 5
বরং সমানে উৎসাহিত করতে থাকেন। পাশে দাঁড়িয়ে বলতে থাকেন, "কী করছ, কিছুই তো হচ্ছে না"। ক্যাটের শাসনে আলিয়া পূরণ করেছিলেন তাঁর টার্গেট। বন্ধুদের তো হওয়া উচিত এমনই। সঠিক রাস্তা দেখিয়ে উন্নতির পথে নিয়ে যাবে যে সেই না আসল 'বিএফএফ'।

বরং সমানে উৎসাহিত করতে থাকেন। পাশে দাঁড়িয়ে বলতে থাকেন, "কী করছ, কিছুই তো হচ্ছে না"। ক্যাটের শাসনে আলিয়া পূরণ করেছিলেন তাঁর টার্গেট। বন্ধুদের তো হওয়া উচিত এমনই। সঠিক রাস্তা দেখিয়ে উন্নতির পথে নিয়ে যাবে যে সেই না আসল 'বিএফএফ'।